scorecardresearch
 

IPL 2024: নিলামের পরেই সমস্যায় KKR, IPL-এ খেলতে পারবেন না মুজিবরা?

আইপিএল-এর নিলাম হয়ে গেলেও আফগান ক্রিকেটারদের এবারের আইপিএল-এ খেলতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আফগানিস্তানের মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকীর আগামী দুই বছরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) থেকে এনওসি না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
ফজলহক ফারুকী, নবীন উল হক এবং মুজিব উর রহমান (গেটি) ফজলহক ফারুকী, নবীন উল হক এবং মুজিব উর রহমান (গেটি)
হাইলাইটস
  • সমস্যায় আফগানিস্তানের তিন ক্রিকেটার
  • এনওসি পাচ্ছেন না মুজিবরা

আইপিএল-এর নিলাম হয়ে গেলেও আফগান ক্রিকেটারদের এবারের আইপিএল-এ খেলতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আফগানিস্তানের মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকীর আগামী দুই বছরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) থেকে এনওসি না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বোর্ড এই সমস্ত খেলোয়াড়দের বার্ষিক চুক্তি ২০২৪-এর আগে নবীকরণ করা হবে। আফগান ক্রিকেটারদের  একজন ১ জানুয়ারি থেকে তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি চেয়েছিলেন। এর জেরেই সমস্যা তৈরি হয়েছে। আফগান ক্রিকেটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,'আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাদের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে ফ্র্যাঞ্চেইজি লিগে অংশগ্রহণের করতে এই খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে চাইছেন না। জাতীয় দলের হয়ে খেলা তদের দায়িত্ব।'

এসিবি আরও জানিয়েছে, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।' ১১ জানুয়ারি থেকে আফগানিস্তান, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রথম ম্যাচ ১১ জানুয়ারি মোহালিতে, দ্বিতীয়টি ১৪ জানুয়ারি ইন্দোরে এবং তৃতীয় ম্যাচটি ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে আফগান ক্রিকেট বোর্ড। আফগান বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'এসিবি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। একটি কমিটিও গঠন করা হয়েছে।' আইপিএল ২০২৪-এর নিলামের সময়, মুজিবকে কলকাতা নাইট রাইডার্স (KKR) ২ কোটি টাকায় ধরে রেখেছে। অন্যদিকে নবীনকে লখনউ সুপার জায়ান্টস এবং ফারুকীকে সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রেখেছে।

Advertisement

এসিবি জানিয়েছে যে এই তিন খেলোয়াড়কে দেওয়া এনওসি অবিলম্বে বাতিল করা হবে, এই তিন খেলোয়াড় অক্টোবর-নভেম্বরে একদিনের বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দারুণ খেলেছিলেন। গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি এবং নবীন-উল-হক। তখন আবার নবীনকে প্রকাশ্যে লখনউ দলের মেন্টর গৌতম গম্ভীর সমর্থন করেছিলেন।

বিশ্বকাপের সময় বিরাট কোহলি এবং নবীন-উল-হক দিল্লিতে ফের একে অপরের মুখোমুখি হন। এই ম্যাচে বিরাট ম্যাচ শেষে নবীনকে জড়িয়ে ধরেন। এরপরই এই দুই খেলোয়াড়ের বিরোধের অবসান ঘটে। 

Advertisement