scorecardresearch
 

Sunil Chhetri: অবসরের পর এবার নতুন 'কাজে' ব্যস্ত সুনীল ছেত্রী, সঙ্গী কে?

সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে ফুটবল থেকে দূরে থাকতে পারছেন না ভারতীয় দলের (Indian Football Team) প্রাক্তন ক্যাপ্টেন। কিছুদিনের মধ্যেই তাঁকে ফের দেখা যাবে নতুন ভূমিকায়। এবার ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন তিনি। এর আগেও এই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবারেও ইউরো কাপে কমেন্ট্রি করতে দেখা যাবে তাঁকে। তবে শুধু সুনীল নয়, তাঁর সঙ্গে থাকবেন ভারতীয় ফুটবলের আরও এক কিংবদন্তি ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। 

Advertisement
সুনীল ছেত্রী সুনীল ছেত্রী

সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে ফুটবল থেকে দূরে থাকতে পারছেন না ভারতীয় দলের (Indian Football Team) প্রাক্তন ক্যাপ্টেন। কিছুদিনের মধ্যেই তাঁকে ফের দেখা যাবে নতুন ভূমিকায়। এবার ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন তিনি। এর আগেও এই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবারেও ইউরো কাপে কমেন্ট্রি করতে দেখা যাবে তাঁকে। তবে শুধু সুনীল নয়, তাঁর সঙ্গে থাকবেন ভারতীয় ফুটবলের আরও এক কিংবদন্তি ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। 

শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের ইউরো কাপ। আয়োজক জার্মানি। এই টুর্নামেন্টের ফাইনাল ১৪ জুলাই। নতুন দায়িত্ব পেয়ে সুনীল বলেন, 'ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষ্যকারদের প্যানেলের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তাই নয়, ফুটবলকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন।' ইউরো কাপের আনন্দ যাতে আরও বেশি মানুষ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সম্প্রচারকারী সংস্থা। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু ও ভারতের প্রাক্তন ফরওয়ার্ড রবিন সিংও থাকবেন।

ধারাভাষ্যকার হিসেবে থাকছেন আন্তর্জাতিক ফুটবলের তারকারাও। ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক প্যাট্রিস এভ্রা ও ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমসের পাশাপাশি থাকছেন ডন হাচিসন, টেরি ফেলান, অ্যাশলে ওয়েস্টউড এবং মার্ক সিগ্রিভস। 

কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনীল জানিয়ে দিয়েছিলেন, তিনি কোচ হতে চান না। এই অবসর জীবন উপভোগ করতে চান। অবসর নিলেও খাওয়া-দাওয়া নিয়ে অনিয়ম করতে রাজি নন সুনীল। কারণ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলবেন সুনীল। এখন ভারতীয় ফুটবলে অফ সিজন থাকায় ফাঁকা সময় পেয়ে তা কাজে লাগাচ্ছেন সুনীল। এবারের ইউরো কাপ দেখা যাবে সোনি নেটওয়ার্কে। 

আরও পড়ুন

Advertisement

Advertisement