শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচকে। ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে ৫ বছর কাটানোর পর স্টিম্যাচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল সোমবার। ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কেন সরতে হল স্টিম্যাচকে?
স্টিম্যাচের দায়িত্ব ছিল,ভারতীয় দলকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডে নিয়ে যাওয়ার। ক্রোয়েশিয়ান কোচ সে কাজে ব্যর্থ হন। দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ খেলার স্বপ্ন। সে কারণেই তাঁকে সরতে হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের কোচের ভবিষ্যত ঠিক করতে সোমবার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এআইএফএফ ভাইস প্রেসিডেন্ট এনএ হরিশ, এক্সিকিউটিভ কমিটির সদস্য মেনলা এথেনপা, অনিলকুমার প্রভাকরন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন, টেকনিক্যাল কমিটির সদস্য ক্লাইমেক্স লরেন্স ও সাধারণ সম্পাদক এম সত্যনারায়ন।
সূত্রের খবর বৈঠকে উপস্থিত সকলেই স্টিম্যাচকে সরানোর পক্ষেই মত দিয়েছেন। স্টিম্যাচ, প্রাক্তন ক্রোয়েশিয়ান বিশ্বকাপার খেলেছেন ১৯৯৮ ফিফা বিশ্বকাপে। সেবার ক্রোয়েশিয়া তৃতীয় হয়। ২০১৯ সালের ১৫ মে স্টিফেন কনস্টানটাইনের জায়গায় ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন স্টিম্যাচ। ভারতের প্রধান কোচ হিসেবে ইগর স্টিম্যাচের শেষ অ্যাসাইনমেন্ট ছিল ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার। তাঁর কোচিংয়ে ভারতীয় দল কুয়েত এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে হেরে যায়। আর তাঁর জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল।
ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকে ভারতের ছিটকে যাওয়ার পর থেকেই, স্টম্যাচ বিদায়ের দাবি জোড়াল হতে থাকে। সোশ্যাল মিডিয়া তো বটেই, স্টেডিয়ামেও সেই দাবিতে সরব হন ব্লু পিলগ্রিমসদের একাংশ। বিরাট আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে সেই পথে হাঁটতে পারছিল না ফুটবল ফেডারেশন। তবে এবার সেই বাধা কাটিয়ে স্টিম্যাচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলল ফেডারেশন।