scorecardresearch
 

২৪ ক্যারেট সোনা-পিছনে জার্সি নম্বর, মেসির ফোনটি কেমন? দেখুন

বিশ্বকাপ জয়ের পর মেসির প্রতি ভালবাসা ও তাঁর বিষয়ে জানতে আরও আগ্রহ বেড়ে গিয়েছে ভক্তদের। কারও কারও মনে প্রশ্ন উঠেছে, মেসি কোন স্মার্টফোন ব্যবহার করেন? যদিও এই নিয়ে নতুন কোনও রিপোর্ট অবশ্য সামনে আসেনি। তবে ২০১৯ সালের একটি রিপোর্টে জানা যায় যে তাঁর কাছে খুবই দামী স্মার্টফোন রয়েছে। 

Advertisement
মেসির স্মার্টফোন মেসির স্মার্টফোন
হাইলাইটস
  • মেসির কোন স্মার্টফোন ব্যবহার করেন?
  • কী কী আছে তাতে?
  • দামই না কেমন?

ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে জয়ের মুকুট পরেছে আর্জেন্টিনা (FIFA World Cup 2022 Winner Argentina)। পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে জেতে মেসি বাহিনী। আর সেই সঙ্গেই নিজের অধরা স্বপ্নও পূরণ করে ফললেন মেসি (Leo Messi)। বিশ্বকাপের ফাইনালে মেসি ম্যাজিক দেখে আপ্লুত বিশ্বব্যাপী তাঁর ভক্তরা। ম্যাচ একটা সময় এতটাই রোমাঞ্চকর হয়ে ওঠে যে কার্যত শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামতে থাকে ফুটবল প্রেমীদের। এটিকেই এখনও পর্যন্ত সবচেয়ে রূদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল বলে মনে করা হচ্ছে। 

এই জয়ের পর মেসির প্রতি ভালবাসা ও তাঁর বিষয়ে জানতে আরও আগ্রহ বেড়ে গিয়েছে ভক্তদের। কারও কারও মনে প্রশ্ন উঠেছে, মেসি কোন স্মার্টফোন ব্যবহার করেন? যদিও এই নিয়ে নতুন কোনও রিপোর্ট অবশ্য সামনে আসেনি। তবে ২০১৯ সালের একটি রিপোর্টে জানা যায় যে তাঁর কাছে খুবই দামী স্মার্টফোন রয়েছে। 

'সোনা'র ফোন
রিপোর্টে জানা যায়, আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসি iPhone Xs Max ব্যবহার করেন। সেটিকে কাস্টমাইজ করিয়েছেন তিনি। অর্থাৎ ফোনটি কেনার পর তাতে কিছু পরিবর্তন এনেছেন মেসি। iPhone Xs Max স্মার্টফোনে কাস্টম গোল্ড কেস ব্যবহার করেছেন তিনি। সেটিকে তৈরি করেছে iDesign Gold। সেই সময় এই ফোনটি সবচেয়ে বেশি দামী ছিল। আর তার ওপর সোনার আবরণ থাকায় সেটির দাম আরও বেড়ে যায়। কেসটি তৈরি করতে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। 

মেসির ফোন
মেসির ফোন

দাম কত?
ফোনের সোনার কেসটি একদম অভিনব দেখতে। এর পেছনে লেখা রয়েছে মেসির নাম ও জার্সির নম্বর। এছাড়া তাঁর স্ত্রী ও সন্তানদের নামও সেখানে রয়েছে। ডিভাইসের পেছন দিকে আর্জেন্টিনা ও বার্সেলোনার ব্যাজও দেখা যাবে। সোনা-সহ iPhone Xs Max স্মার্টফোনটির আনুমানিক দাম প্রায় ২১,০০০ ডলার বা ১৭ লক্ষ টাকা। এখন হয়ত তাঁর কাছে iPhone 14 Pro Max রয়েছে। তবে এই বিষয়ে কোনও রিপোর্ট এখনও সামনে আসেনি। 
 

Advertisement

আরও পড়ুন - আবাস যোজনার তালিকায় স্বজনপোষণ? মুর্শিদাবাদে ঘেরাও ICDS কর্মী

 

Advertisement