scorecardresearch
 

Asia Cup 2023: লজ্জা! পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে লোডশেডিং

এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই হচ্ছে শ্রীলঙ্কায়। তবে যে ক’টি ম্যাচ হচ্ছে তা আয়োজন করতে গিয়েই হিমশিম খাচ্ছে পিসিবি। সুপার ৪ পর্বের প্রথম ম্যাচে লাহরের গাদাফ্ফি স্টেডিয়ামে খেলার মাঝেই নিভে গেল ফ্লাড লাইটের আলো। 

Advertisement
আলো বন্ধ স্টেডিয়ামে আলো বন্ধ স্টেডিয়ামে
হাইলাইটস
  • পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে নিভল আলো
  • এশিয়া কাপে লোডশেডিং

এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই হচ্ছে শ্রীলঙ্কায়। তবে যে ক’টি ম্যাচ হচ্ছে তা আয়োজন করতে গিয়েই হিমশিম খাচ্ছে পিসিবি। সুপার ৪ পর্বের প্রথম ম্যাচে লাহরের গাদাফ্ফি স্টেডিয়ামে খেলার মাঝেই নিভে গেল ফ্লাড লাইটের আলো। 


বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হল পাকিস্তানকে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের শুরুতে এই ঘটনা ঘটে। ৫ ওভার পরই ফ্লাডলাইটের একটি টাওয়ার পুরোপুরি বন্ধ হয়ে যায়। লাহোর স্টেডিয়াম তখন অন্ধকার। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। অবশেষে ম্যাচ শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে নিল পাকিস্তান। শুধু তাই নয়, বেশ দাপট দেখিয়েই খেলে তারা। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমেও মাত্র ১৯৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


৪০ ওভারও টিকতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ প্রথম বলেই আউট হয়ে যান। মহম্মদ নইম ২৫ বয়লে ২০ রান করে ফেরেন। ব্যর্থ হয়েছেন লিটন দাসও। শাকিব আল হাসান ৫৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন। সাতটা চার মারেন তিনি। ৮৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন রহিম। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার। 

এদিন যদিও চেনা ছন্দে দেখা যায়নি শাহিনকে। ৭ ওভারে ৪২ রান দিলেও মাত্র একটাই উইকেট পেয়েছেন বাঁ হাতি পেসার। ৫ ওভার ৪ বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাশিম শাহ। ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন হ্যারিস। ইফতিকার আহমেদ ও ফহিম আশরাফ ১টি করে উইকেট তুলে নেন। 

আরও পড়ুন

Advertisement

এশিয়া কাপের কোথায় হবে তা নিয়ে প্রবল জলঘোলা হয়েছিল। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সে দেশের বোর্ড চেয়েছিল পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করতে। যদিও ভারতীয় বোর্ড শুরুতেই জানিয়ে দেয় পাকিস্তান খেলতে যেতে পারবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। 

Advertisement