scorecardresearch
 

Asia Cup 2023 India vs Pakistan: বৃষ্টি থামলে ভারতের বিরুদ্ধে কত রান করতে হবে বাবরদের? BIG UPDATE

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। ম্যাচ শুরু হওয়ার পর, তিনবার খেলা বন্ধ হয়ে যায়। ভারতের ব্যাটিং চলাকালীন দুইবার খেলা বন্ধ করে দিতে হয়। ইনিংস শেষ হওয়ার পরেও শুরু করতে কিছুটা সময় লেগে যায়।

Advertisement
বাবর আজম বাবর আজম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। ম্যাচ শুরু হওয়ার পর, তিনবার খেলা বন্ধ হয়ে যায়। ভারতের ব্যাটিং চলাকালীন দুইবার খেলা বন্ধ করে দিতে হয়। ইনিংস শেষ হওয়ার পরেও শুরু করতে কিছুটা সময় লেগে যায়।
 

কত ওভার ম্যাচ হলে কত রান করতে হবে পাকিস্তানকে?
দ্বিতীয় ইনিংসে ওভার কমবে। জিততে গেলে কত ওভারে পাকিস্তানকে কত ওভার করতে হবে তা জানা গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল আউট হয় ভারত। যদিও ঠিক কত ওভার ব্যাট করতে পারবে পাকিস্তান? যদি ৪৫ ওভার ব্যাট করে তা হলে বাবর আজমদের সামনে ২৫৪ রানের টার্গেট থাকবে। ৪০ ওভারের ম্যাচ হলে পাকিস্তানকে করতে হবে ২৩৯ রান। যদি ওভার কমে ৩০ হয় তা হলে পাকিস্তানকে করতে হবে ২০৩ রান। আর যদি বাবরেরা ২০ ওভার ব্যাট করার সুযোগ পান তা হলে তাদের করতে হবে ১৫৫ রান। তবে ম্যাচ শেষ করতে হলে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করতেই হবে।  


শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ব্যর্থ হন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। সেই সময়ই হার্দিকের সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান। ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলে যখন তিনি ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন তখন তাঁকে খোঁড়াতে দেখা যায়। ব্যাট করার সময়ও রান নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভারতের উইকেটকিপার ব্যাটারকে। ফলে চিন্তায় ছিলেন ভারতীয় দলের সমর্থকরা। ৮২ রানের ইনিংসে ছিল ৯টা ছক্কা ও ২টো চার। সঙ্গে দারুণ খেলতে থাকেন হার্দিকও। ভারতের রান এগিয়ে নিয়ে যান তাঁরা।


৬৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া ভারতীয় দলের স্কোর ভালো জায়গায় নিয়ে যান এই দুই ব্যাটার। ইশান যখন আউট হন চার উইকেট হারিয়ে তখন ভারতের রান ২০৪। ১৩৮ রানের দুর্দান্ত জুটি ইশান আউট হওয়ায় শেষ হয়ে গেলেও, লড়াই চালিয়ে যান হার্দিক-জাদেজা। এশিয়া কাপে এটাই পঞ্চম উইকেটে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ। 
 

Advertisement

Advertisement