এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত (Indian Football Team)। চিনের (India vs China) বিরুদ্ধে ম্যাচে হার বাঁচানোই এখন চ্যালেঞ্জ কোচ ইগর স্টিম্যাচের (Igor Stimac) কাছে। মঙ্গলবারের ম্যাচে খেলতে পারেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে শুরু থেকে নয়, পরের দিকে নামতে পারেন ক্যাপ্টেন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। সরাসরি দেখা যাবে সোনি লিভে। জিও ব্যবহারকারীরা একেবারেই ফ্রিতেই দেখতে পারবেন এই ম্যাচ। সোনি লিভ অ্যাপে গিয়ে দেখা যাবে এই ম্যাচ। অর্থাৎ ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলেও। জিও টিভিতেও দেখা যাবে ম্যাচ। টিভিতে দেখতে হলে স্পোর্টস ১৮ চ্যানেলে চোখ রাখতে হবে সমর্থকদের। চিনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে পারেননি সুনীলরা। ক্লাবগুলো সঠিক সময়ে ফুটবলারদের না ছাড়ায় সমস্যা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয় দলের কোচ। ক্ষোভ প্রকাশ করেছেন সুনীলও। এরপরেই ফুটবলারদের ছেড়ে দেয় ক্লাবগুলি। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছে ভারত।
রবিবার রাতে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় দল। তাঁরা পৌঁছে গিয়েছেন সোমবার বিকেল পাঁচটায়। ফলে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বিনা প্রস্তুতিতে নামবে ভারত। ফুটবলারদের যাতে চোট-আঘাত না লাগে সে কথা ভেবেই প্রথম সারির খেলোয়াড়দের নামাতে চাইছেন না স্টিম্যাচ। তবে চিনের ম্যাচ নিয়ে ভাবতেই চাইছেন না ইগর স্টিম্যাচ। বরং পরের ম্যাচগুলো নিয়েই ভাবছেন ভারতীয় দলের কোচ।
ভারতীয় দলের কোচ বলেন, 'এই চিন দলটা অনেক দিন ধরে খেলছে। সাম্প্রতিক কালে বেশ শক্তিশালী দলকে হারিয়েছে। ওরা ৪-৪-২ ছকে খেলে। স্ট্রাইকারটা দুর্দান্ত। এই দলের জন্যে ওরা অনেক বিনিয়োগ করেছে। আমাদেরই ভাবতে হবে এই ম্যাচের জন্যে সেরাটা নিংড়ে দেব নাকি পরের ম্যাচের জন্য তুলে রাখব।'