scorecardresearch
 

Asian Games 2023: ৫১ রানে অলআউট বাংলাদেশ, ৮ উইকেটে হারিয়ে ফাইনালে হরমনপ্রীতরা

হ্যাংজু এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর (রবিবার) সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে ভারতীয় দলকে জয়ের জন্য বাংলাদেশ মাত্র ৫২ রানের টার্গেট দিয়েছিল, যা তারা ৮.২ ওভারেই করে ফেলে।

Advertisement
ভারতের মহিলা দল ভারতের মহিলা দল

হ্যাংজু এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর (রবিবার) সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে ভারতীয় দলকে জয়ের জন্য বাংলাদেশ মাত্র ৫২ রানের টার্গেট দিয়েছিল, যা তারা ৮.২ ওভারেই করে ফেলে।


টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দল শুরু থেকেই উইকেট হারায়। ম্যাচের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে তারা।  পাওয়ারপ্লেতে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। যার মধ্যে একাই তিনটি উইকেট নিয়েছেন পূজা ভাস্ত্রকার। বাংলাদেশের উইকেট পতনের প্রক্রিয়া অব্যাহত ছিল। ফলে পুরো দল ১৭.৫ ওভারে ৫১ রানেই গুটিয়ে যায়।
 
ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা রদ্রিগস। ফাইনালে পৌঁছে যাওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল রূপো পদক জয় নিশ্চিত করেছে। ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। 

বাংলাদেশ থেকে অধিনায়ক নিগার সুলতানা (১২) একমাত্র  দুই অঙ্কে পৌঁছে যান। খাতা খুলতে পারেননি পাঁচ ব্যাটার। ভারতের হয়ে পূজা ভাস্ত্রকার ৪ ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নেন। যেখানে তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, দেবিকা বৈদ্য ও আমনজত কৌর একটি করে উইকেট পান। 
 

আরও পড়ুন

ভারতের প্লেয়িং-১১: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেস, কণিকা আহুজা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, আমানজোত কৌর, পূজা বস্ত্রকার, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কওয়াড়।

বাংলাদেশের প্লেয়িং-১১: শামীমা সুলতানা, শতী রানী, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটরক্ষক), শোভনা মোস্তারি, রিতু মনি, মারুফা আক্তার, নাহিদা আক্তার, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, রাবেয়া খান।

প্রথমবার ক্রিকেট দল পাঠিয়েছে ভারত

এবার এশিয়ান গেমসে ক্রিকেটেরও আয়োজন করা হচ্ছে। এর আগের এশিয়ান গেমসগুলিতেও ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিসিসিআই পুরুষ বা মহিলা দল পাঠায়নি। তবে এবার ভারতের দুই ক্রিকেট দলই অংশ নিচ্ছে। ২০১০ গেমসে, বাংলাদেশ ও পাকিস্তান যথাক্রমে পুরুষ ও মহিলাদের বিভাগে সোনা ও রূপো জিতেছিল। 
 

Advertisement

Advertisement