scorecardresearch
 

ATK Mohun Bagan: জামসেদপুরের বিরুদ্ধে লজ্জার হার, সুপার কাপ থেকে বিদায়ের মুখে মোহনবাগান

ইস্টবেঙ্গল এখনও খাতায় কলমে লড়াইয়ে রয়েছে। তবে জামসেদপুর এফসি-র বিরুদ্ধে ০-৩ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। এফসি গোয়ার পর মোহনবাগানকেও হারিয়ে সেমিফাইনালে চলে গেল জামসেদপুর। চৈত্র সংক্রাক্তির দিন, মরশুমটা হেরেই শেষ করলেন প্রীতম কোটালরা।

Advertisement
প্রীতম কোটাল প্রীতম কোটাল

ইস্টবেঙ্গল এখনও খাতায় কলমে লড়াইয়ে রয়েছে। তবে জামসেদপুর এফসি-র বিরুদ্ধে ০-৩ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। এফসি গোয়ার পর মোহনবাগানকেও হারিয়ে সেমিফাইনালে চলে গেল জামসেদপুর। চৈত্র সংক্রাক্তির দিন, মরশুমটা হেরেই শেষ করলেন প্রীতম কোটালরা।
 
২১ মিনিটে গোল করে এগিয়ে যায় জামসেদপুর। প্রীতমের পাশ থেকে বল ক্রস করেন ঋত্বিক দাস। গোল করে যান বরিস সিং। আবারও গোল পেয়ে যেতে পারত মোহনবাগান। আসলে কিছুটা চাপে পড়ে যাচ্ছিল মোহনবাগান ডিফেন্স। ডিফেন্সের ভুলেই প্রথমার্ধের আগেই আরও একটা গোল খেয়ে যায় মোহনবাগান। আবারও সবুজ-মেরুনের জালে বল ঢোকালেন বরিসই। প্রথমার্ধের শেষদিকে গোল খেয়ে যায় মোহনবাগান। আবারও ডিফেন্সের ভুলেই। ৪১ মিনিটে আবারও ঋত্বিক দাসের সঙ্গে দারুণ বোঝাপড়ার প্রমাণ দিলেন বরিস। বাঙালি ফুটবলারের ক্রস থেকেই বল জালে জড়ান ভারতীয় স্ট্রাইকার। 

শেষ গোল আসে ইনজুরি টাইমে। মোহনবাগানের কফিনে শেষ পেরেক পোঁতেন সোয়ার।     

 

Advertisement