বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে টেস্টে দারুণ ছন্দে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দারুণ জয় তুলে নিল বেঙ্গল টাইগাররা। সিলেটে ১৫০ রানে জয় পেল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলেন না কেন উইলিয়ামসনরা।
চতুর্থ ইনিংসে বাংলাদেশ দল কিউয়িদের সামনে ৩৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। কিন্তু কিউয়িরা মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায়। সিলেটে এই ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজ ১-০ তে এগিয়ে গেল। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন নম্বরে উঠে এল বাংলাদেশ। ১৫০ রানের বড় ব্যবধান হওয়ায় বাংলাদেশ আরও অনেকটা এগিয়ে গেল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। ৮৬ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক শান্ত ও মুমিনুল হক ৩৭ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে গ্লেন ফিলিপ ৪টে উইকেট নেন।
প্রথম ইনিংসে মাত্র সাত রানের লিড নেয় নিউজিল্যান্ড। ৩১৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কেন উইলিয়ামসন ১০৪ রান করেন। গ্লেন ফিলিপস ৪২ ও ড্যারিল মিচেল ৪১ রান করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল বড় রান করা। তখনই অধিনায়কোচিত ইনিংস খেলেন শান্ত। ১০৫ রান করেন। মুশফিকুর রহিম ৬৭ রানের ইনিংস এবং মেহেদি হাসান মিরাজ ৫০ রানের ইনিংস খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৩৮ রান করায়, কিউয়িদের ৩৩২ রানের টার্গেট তারা। তবে চতুর্থ ইনিংসে ৩০০-র উপর রান করা সবসময়ই বেশ কঠিন। ১৮১ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
বাংলাদেশের স্পিনাররা দারুণ বল করেন। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।