অবসর ভেঙে ফিরতে চলেছেন বাংলার ক্রিকেট দলের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। কিছুদিন আগেই নিজের অবসরের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন মনোজ। আর মঙ্গলবার ফেরার কথা ঘোষণা করতে চলেছেন তিনি।
মনোজ এর আগে জানিয়েছিলেন, বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করে তবেই ক্রিকেট কিট তুলে রাখবেন তিনি। তবে গত মরশুমে ফাইনালে পৌঁছে গেলেও, রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল। এর মধ্যেই তাঁর অবসর গ্রহনের সিদ্ধান্ত সকলকে চমকে কারণ তাঁকে ধরেই নতুন মরশুমের দল গড়ার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। অবসর ঘোষনার পরে মনোজ তিওয়ারি তাঁর প্রতিক্রিয়া দিয়েছিলেম সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আসেননি। হাঁটুর চোটের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন মনোজ। সেই জন্যই কী অবসর নেওয়ার সিদ্ধান্ত? তা যদিও জানা যায়নি।
গত মরশুমে রঞ্জি ফাইনালে হারের পরে নিজের ক্রিকেট ভবিষ্যত কোন পথে তা নিয়েও পরিষ্কার করে কিছুই জানাতে চাননি বাংলা দলের ক্যাপ্টেন। নতুন মরশুমে তাই তাঁর অবসর ঘোষনা বিস্ময় সৃষ্টি করেছিল। এটা ঠিক বাংলা দলে চার নম্বরে ব্যাট করার ক্ষেত্রে অভিজ্ঞ কেউই নেই। ব্যাটার হিসেবে মনোজ তাই এখনও বাংলার ক্ষেত্রে নির্ভরতার অপর নাম। তিনি অবসর নিলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে লক্ষীরতন শুক্লাদের কাছে। তাছাড়া মনোজ গত মরশুমেও যথেষ্ট ভালো ব্যাট করেছেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। এই দুই কাজ মুন্সিয়ানার সঙ্গে সামলানোর লোক বাংলা দলে আর নেই।
ফলে তাঁর অবসর নেওয়ার খবর পেয়ে সিএবি তৎপর হয়। প্রেসিডেন্ট স্নেহাশীস গঙ্গোপাধ্যায় কথা বলেন বাংলার এই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। আর এতেই বরফ গলল। অবসরের ভাবনা আপাতত ত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন মনোজ। আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট স্নেহাশীসকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ। তার আগে তিনি সিএবির সঙ্গে আলোচনায় বসবেন নিজের ক্রিকেট ভবিষ্যত রূপরেখা ঠিক করতে। তারপরেই সম্ভবত অবসর থেকে ফিরে আসার কথা সরকারিভাবে জানিয়ে দেবেন তিনি।