scorecardresearch
 

Blue Card In Football: ফুটবলে আসছে নীল কার্ড, নিয়ম কী-কী শাস্তি?

ফুটবলে চালু হচ্ছে নীল কার্ড। এর আগে পর্যন্ত ফুটবলে হলুদ ও লাল কার্ড চালু ছিল। তবে এবার আসতে চলেছে আরো এক নতুন কার্ড। যা নিয়ে ফুটবল দুনিয়েয় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড জানিয়েছে, রেফারি কিংবা অন্য কারো সঙ্গে অসদাচরণ করলে ফুটবলার ও সেই দলের অন্য যে কাউকে দেখানো হবে নীল কার্ড। তবে হলুদ বা লাল কার্ডের সঙ্গে এর পার্থক্যও রয়েছে। 

Advertisement
ফুটবলে এবার নীল কার্ড ফুটবলে এবার নীল কার্ড
হাইলাইটস
  • নীল কার্ড চালু হতে চলেছে ফুটবলে
  • দুই বার নীল কার্ড দেখলে লাল কার্ডের সমান

ফুটবলে চালু হচ্ছে নীল কার্ড। এর আগে পর্যন্ত ফুটবলে হলুদ ও লাল কার্ড চালু ছিল। তবে এবার আসতে চলেছে আরো এক নতুন কার্ড। যা নিয়ে ফুটবল দুনিয়েয় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড জানিয়েছে, রেফারি কিংবা অন্য কারো সঙ্গে অসদাচরণ করলে ফুটবলার ও সেই দলের অন্য যে কাউকে দেখানো হবে নীল কার্ড। তবে হলুদ বা লাল কার্ডের সঙ্গে এর পার্থক্যও রয়েছে। 

কোন সময় দেখান হবে এই কার্ড?
কোনও ফুটবলার রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করলে দেখান হবে এই কার্ড। বিভিন্ন সময় দেখা যায় রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে প্লেয়াররা নানা কটূ মন্তব্য করে বসেন। তা ঠেকাতেই এই নতুন কার্ড আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সব দেশের ফুটবল লিগেই নিচের ডিভিশনে শুরুতে দেখা যাবে নীল কার্ডের ব্যবহার। তবে প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ বড় লিগগুলোতে এখনই এই কার্ এখনইড আনা হচ্ছে না। আন্তর্জাতিক পর্যায়েও এই কার্ডের ব্যবহার শুরু করা হবে না। আগামী ২ বছর এটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। সাফল্য এলেই কেবল বড় লিগে দেখা যাবে নীল কার্ডের ব্যবহার।

নীল কার্ড দেখলে কী শাস্তি পাবেন ফুটবলার?
প্রসঙ্গত কোনও ফুটবলার নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যাবেন। সাময়িক এই নিষেধাজ্ঞা শেষে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। যদি ফেরার পর আবারও নীল কার্ড দেখেন, তাহলে সেটা লাল কার্ড হিসেবে গণ্য হবে। একটি নীল কার্ড ও একটি হলুদ কার্ড দেখলেও লাল কার্ড দেখার মতো তাঁকে ম্যাচে আর দেখা যাবে না। একই ম্যাচে দুইবার নীল কার্ড দেখলে সেটি লাল কার্ড বলে গণ্য হবে। এর আগে হকিতে ব্যভার হয়েছে সবুজ কার্ড। সেক্ষেত্রেও নিয়মটা অনেকটাই এই রকম ছিল। তবে কার্ডের রঙ বদলে যাচ্ছে ফুটবলে।     

আরও পড়ুন

Advertisement

Advertisement