scorecardresearch
 

Ronaldinho In Kolkata: কালীঘাটে মমতার বাড়িতে রোনাল্ডিনহো, কী গিফট দিলেন মুখ্যমন্ত্রী, VIDEO

পুজোর আগেই শহরে চলে এসেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার  রোনাল্ডিনহো। শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সন্ধ্যায় শহরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি।

Advertisement
রোনাল্ডিনহঅর সঙ্গে সাক্ষাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোনাল্ডিনহঅর সঙ্গে সাক্ষাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুজোর আগেই শহরে চলে এসেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার  রোনাল্ডিনহো। শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সন্ধ্যায় শহরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। 
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। ময়দানের বেশ কিছু ক্লাব কর্তারাও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে। রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুজিত বসুও উপস্থিত ছিলেন সেখানে। আজ সকালেই শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়েছিলেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে। এছাড়া একটি ফুটবলও উপহার হিসেবে রোনাল্ডিনহোর হাতে তুলে দেন তিনি। কলকাতার বিভিন্ন ক্লাবকর্তারা জার্সিও উপহার দেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে। ব্রজিলের জার্সিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার। 

https://fb.watch/nIPFl0YPK4/

তারকা ফুটবলারকে বরণ করে নেওয়ার পর ঘরেও ডেকে নেন মমতা। সেখানে প্রায় আঠেরো মিনিট সময় কাটান রোনাল্ডিনহো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ফেসবুক পস্টে ব্রাজিলের তারকা জানিয়েছিলেন, কলকাতায় এসে তিনি ক্রিকেট শিখতে চান। সন্ধ্যোয় ব্রাজিলের প্রাক্তন ফুটবলার যোগ দেবেন ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির একটি ইভেন্টে। এরপর শহরের আরও দুটো পুজা মন্ডপে যাবেন রোনাল্ডিনহো। 

ব‍্যস্ত সূচি জারি থাকবে মঙ্গলবারও। মঙ্গলবার সকাল থেকেই আবারও শহরে ঘুরবেন ম্যাজিশিয়ান। সকাল ১১ টায় সেন্ট জেভিয়ার্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন রোনাল্ডিনহো। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তারপর দুপুর দুটো নাগাদ সেখান থেকে বেরিয়ে যাবেন মহেশতলা। বাটা স্টেডিয়ামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন তিনি। দুপুর দুটো থেকে শুরু হবে ম‍্যাচ। মহেশতলা থেকে কলকাতা ফেরার পথে বিশ্বকাপজ

Advertisement

Advertisement