scorecardresearch
 

Vinesh Phogat: 'ফাঁকি দিয়ে খেলতে চেয়েছিল...' ভিনেশ কংগ্রেসে যোগ দিতেই বিস্ফোরক ব্রিজভূষন

কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কংগ্রেসে যোগ দেওয়ার পরেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। হরিয়ানা বিধানসভা ভোটের আগে শুক্রবারই ভিনেশ কংগ্রেসে (Congress) যোগ দেন। শুধু তাই নয়, টিকিটও পেয়েছেন তিনি। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রেসলিং ফেডারেশনের প্রাক্তন কর্তা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ বলেছেন, 'ফাঁকি দিয়ে খেলতে চেয়েছিল ও। বেশ হয়েছে। ভগবান ওকে শাস্তি দিয়েছে।'

Advertisement
ব্রিজভূষন ও ভিনেশ ব্রিজভূষন ও ভিনেশ

কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কংগ্রেসে যোগ দেওয়ার পরেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। হরিয়ানা বিধানসভা ভোটের আগে শুক্রবারই ভিনেশ কংগ্রেসে (Congress) যোগ দেন। শুধু তাই নয়, টিকিটও পেয়েছেন তিনি। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রেসলিং ফেডারেশনের প্রাক্তন কর্তা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ বলেছেন, 'ফাঁকি দিয়ে খেলতে চেয়েছিল ও। বেশ হয়েছে। ভগবান ওকে শাস্তি দিয়েছে।'

প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নামেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকরা। আর এবার ভিনেশের রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পরই এই মহিলা কুস্তিগিরকে নিশানা করে ব্রিজভূষণ প্রশ্ন তুলেছেন, 'একদিনে দু'টি ওজনের ক্যাটেগরিতে আদৌ ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার ৫ ঘণ্টা পর ট্রায়াল সম্ভব? কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। কারণ, চিটিং করে ওখানে গেছিলেন। ভগবান তাই আপনাকে শাস্তি দিয়েছে।'

উল্লেখ্য, কংগ্রেসে যোগদানের কয়েকঘণ্টার মধ্যেই বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে ভিনেশ ফোগাটের নাম ঘোষণা করা হয়। তিনি লড়বেন হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, সেখানেই শ্বশুরবাড়ি ভিনেশের। অন্যদিকে, বজরং পুনিয়াকে সারা ভারত কিষাণ কংগ্রেস-এর কার্যকরী সভাপতির পদে বসিয়েছে কংগ্রেস। তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি ব্রিজভূষণ শরণ সিং। তিনি বলছেন, “ট্রায়াল শেষ না করেই এশিয়ান গেমসে অংশ নেন বজরং পুনিয়া। খেলাধুলোর ক্ষেত্রে দেশের মধ্যে সবথেকে বেশি এগিয়ে আছে হরিয়ানা। আর এদিকে আড়াই বছর আগেই এই ২ জন কুস্তি ছেড়ে দিয়েছিলেন।”

আরও পড়ুন

ব্রিজভূষণ শরণ সিং জানান, 'আমি দেশের মেয়েদের কোনও অসম্মান করিনি। বরং, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া করেছেন। আসলে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা সেই স্ক্রিপ্ট রচনা করেছিলেন।'
অপরদিকে, হরিয়ানাতে বিজেপি প্রার্থীদের জন্য প্রচারে নামতে ভীষণভাবেই আগ্রহী ব্রিজভূষণ। তিনি বলেছেন, যে কোনও বিজেপি প্রার্থীই ভিনেশ ফোগাটকে হারাতে পারে।  

Advertisement

Advertisement