গত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড (T20 World Cup-winning England Team)। নিজের দেশের ক্রিকেট টিমের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। স্যাম কারান, ক্রিস জর্ডনের (Sam Curran and Chris Jordan) মতো বোলারদের ডেলিভারি দারুণ দক্ষতায় সামলালেন তিনি। গত নভম্বর মাসেই টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড (England)। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে (defeated Pakistan by five wickets) বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংরেজরা। এটা ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ (World Cup) জয়। টি২০ বিশ্বকাপ জয়ী সেই দলের সঙ্গে দেখা করেন ঋষি সুনক।
টাই, জামা পরেই ক্রিকেট খেলতে নেমে পড়েন ঋষি সুনক (Rishi Sunak)। ১০ ডাউনিং স্ট্রিটে (10 Downing Street) প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানের মধ্যে ব্যাট-বল হাতে খেলতে নেমে পড়েন তিনি। ব্যাট করার পাশাপাশি হাত ঘুরিয়ে বল করার চেষ্টাও করেন তিনি। প্রধানমন্ত্রীর সিনিয়র ভিডিওগ্রাফার লুসা বোফ্ফা সেই সব ভিডিও টুইট করেছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ক্রিকেটের প্রতি তাঁর প্রেম অজানা নয়। ব্য়াটিংয়ের সুযোগ তাই হাতছাড়া করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন জস বাটলার, স্য়াম কারান, ক্রিস জর্ডনরা। এক যুগ পর ফের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্য়াম্পিয়ন হন জস বাটলাররা। ব্যাট হাতে দাঁড়ানো ঋষি সুনককে দারুণ বল করেন স্য়াম কারান। স্য়াম কারানের ডেলিভারি তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।
ইংল্য়ান্ড দলের গত সফর অবশ্য় ভালো যায়নি। বাংলাদেশের মাটিতে ০-৩ ব্য়বধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বিশ্ব চ্য়াম্পিয়নরা। তবে ইংল্য়ান্ডের আপাতত লক্ষ্য অ্যাসেজ সিরিজ। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের চোট রয়েছে। সামনে আইপিএল। সেখানে খেললেও একশো শতাংশ দিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন বেন স্টোকস। তবে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা চলছে।