scorecardresearch
 

খেলা হবে দিবসে জমে গেল আলিপুরদুয়ারের টাইগার কাপ

সোমবার (Monday) রাজ্য সরকারের খেলা হবে দিবসে বক্সা টাইগার রিজার্ভের টাইগার কাপ জিতে নিলো পোরো জয়েন্ট ফরেষ্ট ম্যানেজমেন্ট কমিটির মহিলা ফুটবল দল। অন্যদিকে পুরুষ বিভাগে জয়ী হয়েছে উত্তর জিৎপুর জয়েন্ট ফরেষ্ট ম্যানেজমেন্ট কমিটির দল। এদিন টাইগার কাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বনবস্তি এলাকার মহিলা ফুটবলারদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Advertisement
টাইগার কাপ টুর্নামেন্ট টাইগার কাপ টুর্নামেন্ট
হাইলাইটস
  • খেলা হবে দিবসে ফুটবল টুর্নামেন্ট
  • অংশ নিলেন মহিলারাও
  • আয়োজক বক্সা টাইগার রিজার্ভ

গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের 'খেলা হবে' (Khela Hobe) শ্লোগান সাড়া ফেলতে না পারলেও খেলা হবে দিবসে জমে গেল বক্সা টাইগার রিজার্ভের 'টাইগার কাপ'। বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের খেলা হবে শ্লোগান কোন প্রভাবই ফেলতে পারেনি জেলায়। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার পাঁচটি আসনেই জয় পায় বিজেপি (BJP)। প্রতিটি আসনেই ২০-২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস।

টাইগার কাপ টুর্নামেন্ট
টাইগার কাপ টুর্নামেন্ট

  
সোমবার (Monday) রাজ্য সরকারের খেলা হবে দিবসে বক্সা টাইগার রিজার্ভের টাইগার কাপ জিতে নিলো পোরো জয়েন্ট ফরেষ্ট ম্যানেজমেন্ট কমিটির মহিলা ফুটবল দল। অন্যদিকে পুরুষ বিভাগে জয়ী হয়েছে উত্তর জিৎপুর জয়েন্ট ফরেষ্ট ম্যানেজমেন্ট কমিটির দল। এদিন টাইগার কাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বনবস্তি এলাকার মহিলা ফুটবলারদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

টাইগার কাপ টুর্নামেন্ট
টাইগার কাপ টুর্নামেন্ট

খেলা হবে দিবস উপলক্ষ্যে ২ দিন ব্যাপী টাইগার কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১৫ অগাস্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve) কর্তৃপক্ষ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। এই প্রসঙ্গে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের খেলা হবে দিবস উপলক্ষে চা বাগান ও বনবস্তি এলাকার মহিলা ও পুরুষ ফুটবলার নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সমস্ত দল বক্সা জঙ্গল লাগোয়া বিভিন্ন বনবস্তি এলাকার। অংশগ্রহণকারী ১৬ টি দলের মধ্যে ৮টি পুরুষ ও ৮টি মহিলাদের।

টাইগার কাপ টুর্নামেন্ট
টাইগার কাপ টুর্নামেন্ট

বক্সা টাইগার রিজার্ভের পশ্চিম ডিভিশনে এই টাইগার কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বে এবং বক্সা টাইগার রিজার্ভের এফডি বুদ্ধরাজ শেওয়া সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

 

Advertisement