scorecardresearch
 

CFL 2024 East Bengal vs George Telegraph: ডার্বির আগে ফের জ্বলে উঠলেন সায়ন, ঘরের মাঠে বড় জয় ইস্টবেঙ্গলের

ডার্বির আগে জয় ইমামি ইস্টবেঙ্গলের। ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বি ম্যাচ। তার আগে নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট পেলেও, এই জয় নিয়ে অণেক প্রশ্ন থাকবে বিশেষ করে ডার্বির আগে। সায়ন বন্দোপাধ্যায় দলে না থাকলে তিন পয়েন্টের স্বপ্ন হয়ত অধরাই থেকে বিনো জর্জের ছেলেদের। একে জঘন্য ইস্টবেঙ্গল মাঠ, আর তার উপর বৃষ্টি অনভিজ্ঞ তরুণ লাল-হলুদ ফুটবলারদের সমস্যা বাড়িয়ে দিচ্ছিল। রবিবারের ম্যাচে মনোতষের জায়গায় সার্থক গলুইকে খেলানো হলেও পিছিয়ে পড়তে হয় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে লাল-হলুদ। জিতল ৩-১ গোলে। 

Advertisement
জয় পেল ইস্টবেঙ্গল জয় পেল ইস্টবেঙ্গল

ডার্বির আগে জয় ইমামি ইস্টবেঙ্গলের। ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বি ম্যাচ। তার আগে নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট পেলেও, এই জয় নিয়ে অণেক প্রশ্ন থাকবে বিশেষ করে ডার্বির আগে। সায়ন বন্দোপাধ্যায় দলে না থাকলে তিন পয়েন্টের স্বপ্ন হয়ত অধরাই থেকে বিনো জর্জের ছেলেদের। একে জঘন্য ইস্টবেঙ্গল মাঠ, আর তার উপর বৃষ্টি অনভিজ্ঞ তরুণ লাল-হলুদ ফুটবলারদের সমস্যা বাড়িয়ে দিচ্ছিল। রবিবারের ম্যাচে মনোতষের জায়গায় সার্থক গলুইকে খেলানো হলেও পিছিয়ে পড়তে হয় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে লাল-হলুদ। জিতল ৩-১ গোলে। 

গত ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, কঠিন ছিল এই ম্যাচ। দলের ক্ষমতার কথা মাথায় রেখে ডিফেন্স আঁটসাঁট রেখে আক্রমণ তুলে আনছিল জর্জ। ৩৪ মিনিটে গোল করে জর্জকে এগিয়ে দেন জর্জ এক্কা। দূর থেকে নেওয়া শট ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল ঢুকে যায়। গোলকিপার আদিত্য পাত্র উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ায় গোল বাঁচাতে পারেননি। গোল খেয়ে মরিয়া হয়ে উঠলেও, কাজের কাজ করতে পারছিলেন না জেসিন টিকেরা। তাঁর একটা শট সাইডনেটে লেগে বাইরে চলে যায়। তাছাড়া জর্জ টেলিগ্রাফ ফুটবলাররা এমন জায়গায় দাড়াচ্ছিলেন, সেখান থেকে বল বের করা যাচ্ছিল না। দরকার ছিল এমন একজনকে যে বল নিয়ে কিছুটা জায়গা তৈরি করতে পারেন।

দ্বিতীয়ার্ধে সায়ন নামতেই বদলে গেল গোটা চিত্র। আইএসএল-এ খেলা এই মিডফিল্ডার শুধু নিজে দুটো গোল করেছেন তাই নয়, জর্জের ডিফেন্স ভেঙে দিয়েছেন। তিনি বল পেলেই কেঁপে গিয়েছে জর্জ ডিফেন্স। বাঁদিক থেকে তাঁর উঠে আসা, ড্রিবল খেলার পট পরিবর্তন করে দেয়। ৪৭ মিনিটেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। নাসিবের দূরপাল্লার শট বারে লেগে ফিরে এলে ফিরতি বল ধরে গোল করে যান জেসিন টিকে। ৬৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সায়ন। পরিবর্ত হিসেবে নামা সঞ্জীব ঘোষের ডানদিক থেকে গ্রাউন্ড ক্রস মিট করে গোল করে যান সায়ন।

Advertisement

তৃতীয় গোলের কৃতিত্ব অনেকটাই নাসিব রহমানের। বাঁদিক থেকে একাধিক জর্জ ফুটবলারকে কাটিয়ে পেছনে দাড়ান সায়নকে বল দেন তিনি। ফাঁকায় দাঁড়িয়ে থাকা সায়ন গোল করতে ভুল করেননি। ডার্বির আগে ফের জ্বলে উঠলেন বঙ্গতনয়।          

আরও পড়ুন

Advertisement