scorecardresearch
 

Commonwealth Games: কমনওয়েলথ গেমসে এবার ক্রিকেটও, মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

টুর্নামেন্টে ক্রিকেট গেমসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটে ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ আগস্ট। কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলও ঘোষণা করা হয়েছে।

Advertisement
ভারত-পাকিস্তান ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচ
হাইলাইটস
  • প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত
  • কমনওয়েলথ গেমসে

২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে এটি ১৯৯৮ সালে হয়েছিল। এবার শুধু নারী ক্রিকেটে সুযোগ পেয়েছে, যা প্রথমবারের মতো শুধু নারী ক্রিকেটেই সুযোগ পেয়েছে। ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত চলা বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৭২টি দেশের প্রায় ৪,৫০০ ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টুর্নামেন্টে ক্রিকেট গেমসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটে ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ আগস্ট। কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: লন্ডনের রাস্তায় বিপাকে ধোনি, পালিয়ে বাঁচলেন মাহি VIDEO

আরও পড়ুন: সিন্ধুর দাপটে চুরমার চিন, সুইসের পর সিঙ্গাপুর ওপেনও জিতলেন পিভি

৮টি মহিলা দল দুটি গ্রুপে 

এবার কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ৮টি মহিলা দল খেলছে। এই দুই গ্রুপের সেরা দুই দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর ফাইনালে সোনার পদকের জন্য লড়াই হবে দুই দলের মধ্যে।

আরও পড়ুন: '৭০টা সেঞ্চুরি এমনি এমনি হয় নাকি?' বিরাট সমালোচকদের তোপ শোয়েবের

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বার্বাডোজ
গ্রুপ বি: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা 

Advertisement

কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটরক্ষ‍ক), ইয়াস্তিকা ভাটিয়া ( উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস, রাধা যাদব, হারলিন দেওল, স্নেহ রানা। 

পাকিস্তান মহিলা দল: বিসমাহ মারুফ (অধিনায়ক), মুনিবা আলী, আনাম আমিন, আইমান আনোয়ার, ডায়ানা বেগ, নিদা দার, গুল ফিরোজা, তুবা হাসান, কাইনাত ইমতিয়াজ, সাদিয়া রিয়াজ, ফাতিমা সানা, ওমাইমা সোহেলী।

Advertisement