scorecardresearch
 

ATK Mohun Bagan: বড় বাজি সবুজ-মেরুনের, বিশ্বকাপারকে সই করাল ATK মোহনবাগান

ফের চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান? সকলেই যখন ভাবছিলেন কোনও বক্স স্ট্রাইকার সই করাবে এটিকে মোহনবাগান ঠিক তখনই ষষ্ঠ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে নিলো এটিকে মোহনবাগান।

Advertisement
দিমিত্রি পেত্রাতোস দিমিত্রি পেত্রাতোস
হাইলাইটস
  • ষষ্ঠ বিদেশি সই করাল এটিকে মোহনবাগান
  • বিশ্বকাপ দলে ছিলেন

ফের চমক দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সকলেই যখন ভাবছিলেন কোনও বক্স স্ট্রাইকার সই করাবে এটিকে মোহনবাগান ঠিক তখনই ষষ্ঠ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে নিলো এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়া ছাড়াও কোরিয়া ও সৌদি আরবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। 

দলের প্রয়োজনে স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন পেত্রাতোস। আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন তিনি। কখনও কখনও রাইট উইঙ্গার হিসেবেও খেলেন পেত্রাতোস। অস্ট্রেলিয়ার লিগও সাফল্যের সঙ্গে খেলেছেন। ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলার সময় সাফল্য পেয়েছিলেন তিনি। সৌদি আরবের ক্লাব আল ওহেদার হয়ে খেলেছেন তিনি। এরপর ফের ফিরে আসেন অস্ট্রেলিয়ায়। গত মরশুমে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে খেলেছেন তিনি। ২৯ বছর বয়সী এই ফুটবলারের জার্সি নম্বর ছিল ৯। বিশ্বকাপের মঞ্চেও একই জার্সি পরে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: মা হলেন শারাপোভা, শেয়ার করলেন ছেলের ছবি-নাম, PHOTOS

শেষ পাঁচ মরশুমে ৩৬টা গোল রয়েছে তাঁর। ২৯টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। নিউক্যাসেল জেটসের হয়েও খেলেছেন তিনি। তবে নিজের কেরিয়ার শুরু করেন সিডনি ফুটবল ক্লাবের হয়ে। এরপর মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াতেও খেলেছেন পেত্রাতোস। 

আরও পড়ুন: খেলেছিলেন পাকিস্তানের জার্সিতেও, ফুটবলের সঙ্গে ক্রিকেটেও সেরা বলাই দে

বেঙ্গালুরুতে রয় কৃষ্ণা 

ফের একবার দেখা যাবে প্রবীর দাস-রয় কৃষ্ণা জুটি। এটিকে মোহনবাগানের হয়ে এই জুটি বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন। আরও একবার জ্বলে উঠতে পারেন প্রবীর দাস, রয় কৃষ্ণা। ডানদিক থেকে উঠে এসে প্রবীরের ক্রস আর সেই বল মিট করে রয়ের গোল প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছিল।

Advertisement

আরও পড়ুন: ইস্টবেঙ্গল নয়, সুনীলদের বেঙ্গালুরুতেই কৃষ্ণা, অটুট প্রবীর-রয় জুটি

 গত মরশুমে রয় কৃষ্ণার পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। তবে এই স্ট্রাইকারের গোল করার দক্ষতা সব সময়ই সকলকে মুগ্ধ করেছে। এটিকে মোহনবাগান দলে কোচ পরিবর্তন হয়েছে। ফলে স্ট্যাটেজিও বদলে গিয়েছে। আন্তোনিও লোপেজ হাবাসের জায়গায় এসেছেন জুয়ান ফেরান্দো। হাবাস ডিফেন্স শক্ত করে আক্রমণে যেতেন। আর ফেরান্দো সবসময় আক্রমণ করতে পছন্দ করেন। নতুন কোচের স্ট্র্যাটেজিতে খাপ খাওয়াতে পারছিলেন না প্রবীর ও রয় কৃষ্ণ। তাই দল থেকে বাদ পড়েন। 

 

            

Advertisement