scorecardresearch
 

Duleep trophy 2023: ৭৫ রানে হার পূজারা-পৃথ্বীদের, ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন মায়াঙ্করা

দলীপ ট্রফি (Duleep Trophy 2023) চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল (South Zone)। করোনা (Covid) ও অন্যান্য কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দলীপ ট্রফি। এবারেই এই ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট ফের চালু করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। এবারের দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল (West Zone)। 

Advertisement
দলীপ ট্রফি দলীপ ট্রফি

দলীপ ট্রফি (Duleep Trophy 2023) চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল (South Zone)। করোনা (Covid) ও অন্যান্য কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দলীপ ট্রফি। এবারেই এই ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট ফের চালু করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। এবারের দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল (West Zone)। 

সেই ম্যাচের প্রথম থেকেই এগিয়ে ছিল দক্ষিণাঞ্চল। ব্যির্থ পশ্চিমাঞ্চলের পৃথ্বী শ (Prithvi Shaw), চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara), সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তিন তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে জয় পেল না পশ্চিমাঞ্চল। ফাইনালের ম্যািচে বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি হনুমা বিহারী, মায়ঙ্ক আগরওয়ালরা।  

প্রথমে ব্যাীট করে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২১৩ রান। তার জবাবে পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২৩০ রান। করায় পশ্চিমাঞ্চল দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান। কিন্তু সেই রান তারা করতে গিয়ে ২২২ রানেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ইনিংস। শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও লক্ষ্যে পৌঁছতে পারল পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের হয়ে দুই ইনিংসেই ব্য।র্থ পুজারা। ব্যনর্থ হন সূর্যকুমার যাদবও। প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ব্য র্থ পৃথ্বী শা। তবে দ্বিতীয় ইনিংসে ভাল খেললেন অধিনায়ক প্রিয়ঙ্কও। ৫ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। করলেন ৯৫ রান। লড়াই করেন সরফারাজ খানও। দ্বিতীয় ইনিংসে করেন ৪৮ রান। 

আরও পড়ুন

রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২২২ রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। এই ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে চার উইকেট নেন কৌশিক এবং সাই কিশোর। তবে প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া বিদ্ধার্থ কাভেরাপ্পা এই ইনিংসে মাত্র নেন এক উইকেট। আর এই জয়ের ফলে ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ম্যাচের সেরা এবং সিরিজ সেরা হয়ন কাভেরাপ্পাই।
 

Advertisement

Advertisement