scorecardresearch
 

East Bengal: লিগ শিল্ড জেতা মুম্বই সিটিকে হারিয়ে 'জায়ান্ট কিলার' ইস্টবেঙ্গল

নায়ক নাওরেম। লিগ শিল্ড জেতা মুম্বই সিটি এফসিকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির লড়াই জমিয়ে দিল ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে নাওরেম মহেশ সিং-এর শট জালে জড়ায়। 

Advertisement
নাওরেম মহেশ সিং নাওরেম মহেশ সিং
হাইলাইটস
  • ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল
  • ডার্বির আগে জয় পেল লাল-হলুদ

নায়ক নাওরেম (Naorem Mahesh Singh)। লিগ শিল্ড জেতা মুম্বই সিটি এফসিকে ( হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির লড়াই জমিয়ে দিল ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে নাওরেম মহেশ সিং-এর শট জালে জড়ায়। দল হিসেবে এদিন দারুণ খেলে ইস্টবেঙ্গল। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। 

তবে শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে মুম্বই। তবে দারুণ ডিফেন্ড করেন কিরিয়াকুরা। বেশ কিছু দারুণ শট সেভ করেছেন লালচুংনুঙ্গা। দলে ছিলেন না তারকা ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। তবুও সমস্যা হয়নি। ডিফেন্সকে শক্ত হাতে পরিচালনা করেন লাল-হলুদ ডিফেন্ডাররা।

আরও পড়ুন: হকি ডার্বিতে উত্তপ্ত ময়দান, মোহন-ইস্ট সমর্থকদের ঝামেলায় রক্তারক্তি-কাণ্ড

ডার্বির আগে কার্ড দেখলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামা হত না স্টিফেনের সেরা অস্ত্র ক্লেইটন সিলভাকে। তাও ঝুঁকি নিয়ে তাঁকে নামিয়ে দিয়েছিলেন লাল হলুদ কোচ। পুরো ৯০ মিনিটই মাঠে থাকলেন তিনি। ৩১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মুম্বই। সেই সময় দারুণ সেভ করেন কমলজিৎ। প্রথমার্ধে খুব ভাল খেলতে পারেনি ইস্টবেঙ্গল। 

৫১ মিনিটে গোল নাওরেম মহেশ সিং-এর
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য ইস্টবেঙ্গলকে দেখা যায়। সুহেরের ক্রস থেকে গোল করেন মহেশ। গোল খাওয়ার পর তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মুম্বই। তবে কমলজিতের দারুণ সেভ বাঁচিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। গোল সংখ্যা বাড়ানোর সুযোগ ইস্টবেঙ্গলের সামনেও এসেছিল তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। 

আরও পড়ুন: 'ডার্বিতে সমর্থন করতে আসুন', সমর্থকদের কাছে আর্জি লাল-হলুদ কোচের

ডুরান্ডের পর ফের মুম্বইকে হারাল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল লাল-হলুদকে। প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই ইস্টবেঙ্গলের। তবুও ডার্বির আগে অনেকটা লড়াইয়ের রসদ পেল লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গল প্লে অফে যেতে না পারলেও এটিকে মোহনবাগান প্লে অফে চলে গিয়েছে। 

Advertisement

চলতি মরশুমে পঞ্চম ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। ১৮ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের। শেষ ম্যাচ ডার্বি। সেখানেও ভাল পারফর্ম করতে পারলে সুপার কাপের আগে অক্সিজেন পাবে লাল-হলুদ।          

Advertisement