শুক্রবার ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বোর্ড মিটিং। বেশ কিছুদিন ধরেই বোর্ড মিটিং না হওয়ায়, লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। সেই ক্ষোভ প্রকাশ্যে না এলেও তার আঁচ পেয়েছিলেন ইমামি কর্তারা। সেই জন্যই এবার বোর্ড মিটিং ডাকার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
কোন কোন বিষয় আলোচনা হবে?
আইএসএল-এ (ISL 2023) খেলা অন্য দলগুলির মতোই দল গঠনে ভালো কাজ করছেন ইস্টবেঙ্গল কর্তারা। ভারতীয় তারকাদের পাশাপাশি লাল-হলুদে যোগ দিয়েছেন বিদেশি তারকারাও। তবে সমস্যা থেকেই যাচ্ছে বেশকিছু পজিশন নিয়ে। সেই সমস্ত সমস্যা কীভাবে কাটানো যায়, সে ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে শুক্রবারের সভায়। এর আগে দলের বাজেট বাড়ানো নিয়েও সরব হতে দেখা গিয়েছিল ক্লাব কর্তাদের। তবে এবার কথা হবে দল গঠনের ব্যাপারে। দলের বেশ কিছু জায়গায় নতুন ফুটবলার সই করাতে হবে ইস্টবেঙ্গলকে। কাদের নেওয়া যাবে? টাকার সমস্যা কীভাবে সমাধান করা যাবে সেটা নিয়েও আলোচনা হবে।
কোন কোন জায়গায় সমস্যা?
গোলরক্ষক হিসেবে প্রভসুকান গিলকে অনেকদিন ধরেই চাইছে ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে কথাবার্তা হলেও এখনও সই হয়নি। দলে দরকার একজন ভারতীয় স্ট্রাইকার। রহিম আলিকে (Rahim Ali) সই করালে সেই সমস্যা অনেকটাই মিটতে পারত। তবে তা এখনও হয়নি। কারণ, তাঁকে নিতে হলে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। আর সেটা দেওয়া লাল-হলুদের পক্ষে বেশ কঠিন। আবার একই জায়গায় খেলার জন্য নন্ধাকুমার, ভিপি সুহেররা রয়েছেন। ফলে নতুন করে এই জায়গায় আরও একজন স্ট্রাইকার নেওয়া বেশ সমস্যার হতে পারে।
সমস্যা রয়েছে, ইভান গঞ্জালেজকে ছাড়া নিয়েও। তাঁকে এই মরশুমে ছেড়ে দিতে হলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গলকে। সেই টাকা দিয়ে তাঁকে ছেড়ে দিলেও, নতুন করে বিদেশি ডিফেন্ডারের খোঁজ করতে হবে লাল-হলুদ ক্লাবকে। সেক্ষেত্রেও আবার টাকা খরচ হবে। তাই বোর্ড মিটিং-এ এই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
আলোচনা হবে কলকাতা লিগের দলগঠন নিয়েও। কলকাতা লিগে এবারে খেলছে তিন বড় দলই। ফলে এবারের লিগ সম্মানের লড়াই। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও রিজার্ভ দলই খেলাবে। তবে এই দলে যোগ দিতে পারেন সিনিয়র দলের তিন ফুটবলার। তালিকায় রয়েছেন তুহিন দাস, সন্দীপ উন্নিকৃষান, আদিত্য পাত্র। ইতিমধ্যেই তিন ফুটবলার দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। যদিও এখনও কলকাতা লিগের জন্যই আরও কয়েকজন ভালো মানের ফুটবলার খুঁজছেন বিনো জর্জ।