scorecardresearch
 

East Bengal ISL: জিতেও ওড়িশা ম্যাচের আগে বিরাট চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল

চেন্নাইয়নের বিরুদ্ধে ১ গোলে জিতেও সমস্যায় ইস্টবেঙ্গল। পরের ম্যাচ লিগ টপার ওড়িশার বিরুদ্ধে। এখান থেকে শেষ ছয়ে পৌঁছাতে হলে সব ম্যাচই জিততে হবে লাল-হলুদকে। ঘরের মাঠে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না কার্লেস কুয়াদ্রাত। পাশাপাশি আরও এক তারকাকে তাঁরা পাবেন না। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তারকা ডিফেন্ডার হিজাজি মেহের। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

চেন্নাইয়নের বিরুদ্ধে ১ গোলে জিতেও সমস্যায় ইস্টবেঙ্গল। পরের ম্যাচ লিগ টপার ওড়িশার বিরুদ্ধে। এখান থেকে শেষ ছয়ে পৌঁছাতে হলে সব ম্যাচই জিততে হবে লাল-হলুদকে। ঘরের মাঠে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না কার্লেস কুয়াদ্রাত। পাশাপাশি আরও এক তারকাকে তাঁরা পাবেন না। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তারকা ডিফেন্ডার হিজাজি মেহের। 

সোমবার চেন্নাইয়েনের বিরুদ্ধে কোনও ফাউল করে নয়, সময় নষ্ট করে হলুদ কার্ড দেখতে হল হিজাজিকে। পরের ম্যাচে হয়ত প্যাটিচ ফিরে আসবেন। তবে তাঁকে ঠেকাতে হবে রয় কৃষ্ণা, দিয়েগো মাউরিসিও, আহমেদ জাহুদের বিরুদ্ধে। প্যাটিচকে সেই ম্যাচে হয়ত জুটি বাঁধতে হবে লালচুংনুঙ্গার সঙ্গে। ফলে চাপে পড়তে হতে পারে দলকে। চেন্নাইয়েন ম্যাচের পরেও সে কথাই বলে গেলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, 'খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। লিগের সেরা দলের সঙ্গে ম্যাচ খেলা বেশ কঠিন। তবে ওদের আমরা সুপার কাপে হারিয়েছি।' যদিও পরে সুপার কাপের প্রসঙ্গ আসতেই কিছুটা ডিফেন্সিভ কুয়াদ্রাত।

সুপার কাপে একটাও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। তিনি কি মনে করছেন আইএসএল-এ এসেও ইস্টবেঙ্গল একই জায়গায় আছে? এই প্রশ্নের উত্তরে লাল-হলুদ কোচ বলেন, 'একেবারেই নেই। সেটা হওয়া সম্ভবও নয়। সেই সময় জাতীয় দলে আমাদের থেকে মাত্র ২ ফুটবলার ছিল। সঙ্গে ৬ বিদেশি। ফলে সেখানে যে খেলা ভাল হবে সেটাই স্বাভাবিক। তবে আমরা চ্যাম্পিয়ন হতে পেরে খুশি।' ওড়িশা ম্যাচের আগে যদিও নিজেই সুপার কাপে দুই ফুটবলার বোরহা ও সিভেরিওর প্রশংসা করেন কুয়াদ্রাত।  

সুপার কাপ জেতায় পরের মরসুমে এএফসি কাপ খেলবে ইস্টবেঙ্গল। তিনি এই টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী। জানিয়ে দিলেন, 'আমাদের ক্লাব পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা কয়েকজন ফুটবলারকে সই করাব। কিছু ফুটবলার বাদ পড়বে।'  জয়ের দিনই শহরে এসে গেলেন ডুরান্ড কাপে চোট পাওয়া জর্ডন এলসে। তবে এখনই মাঠে নামতে পারবেন না। কলকাতায় রিকভারি করতে হবে তাঁকে।                   

Advertisement

Advertisement