scorecardresearch
 

East Bengal: চুক্তি বাড়ছে কুয়াদ্রাতের, কতদিন ইস্টবেঙ্গলের দায়িত্বে?

আরও তিন বছর ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ থাকতে পারেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। সূত্রের খবর এমনই। চুক্তি ১বছরের হলেও মরসুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে ওঠার পাশাপাশি ১২ বছর পর সুপার কাপের হাত ধরে এসেছে সর্বভারতীয় ট্রফি। আইএসএল-এ (ISL) এখনও বেশ ভাল জায়গায় লাল-হলুদ। এই সমস্ত কারণেই কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
কার্লেস কুয়াদ্রাত কার্লেস কুয়াদ্রাত
হাইলাইটস
  • আরও ৩ বছর ইস্টবেঙ্গলের কোচ থাকতে পারেন কার্লেস
  • লাল-হলুদকে স্বপ্ন দেখাচ্ছেন স্প্যানিশ কোচ

আরও তিন বছর ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ থাকতে পারেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। সূত্রের খবর এমনই। চুক্তি ১বছরের হলেও মরসুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে ওঠার পাশাপাশি ১২ বছর পর সুপার কাপের হাত ধরে এসেছে সর্বভারতীয় ট্রফি। আইএসএল-এ (ISL) এখনও বেশ ভাল জায়গায় লাল-হলুদ। এই সমস্ত কারণেই কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ডার্বি ম্যাচের আগেই পরের মরসুমে দুই ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করে দিয়েছেন কুয়াদ্রাত। সেই সময় থেকেই মনে করা হচ্ছিল, চুক্তি বাড়তে পারে ইস্টবেঙ্গল কোচের। তবে সেটা যে তিন বছরের হবে তা বোঝা যায়নি। ডার্বি ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও ড্র করতে হওয়ায় কিছুটা হতাশ লাল-হলুদ ফুটবলররা। তবে সে সব ভুলে এখন ক্লেইটন সিলভাদের লক্ষ্য নর্থইস্ট ম্যাচ। প্রথম ছয়ে আসতে আর মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে জয় লাগবে।

শহরে এসেই অনুশীলনে নেমে পড়েছেন ভিক্টর
রবিবারই শহরে পৌঁছে গিয়েছিলেন ভিক্টর ভাসকুয়েজ। মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ সহকারি কোচ বিনো জর্জ যখন রিজার্ভ দল নিয়ে অনুশীলন করছিলেন তখনই যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে দেখা যায় তাঁকে। মাঠে নেমে বেশ কিছুট সময় গা ঘামান লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ। বেশ কিছু দারুণ পাস বাড়ালেন। তাঁর দক্ষতার ঝলকে মুগ্ধ ইস্টবেঙ্গলের প্র্যাক্টিস দেখতে আসা গুটি কয়েক দর্শকও। আর তা দেখেই মনে করা হচ্ছে ম্যাচ ফিট রয়েছেন ভিক্টর।
 
ফিট হয়ে উঠছেন জর্ডন এলসে ও খবড়া
জর্ডন এলসেও ফিট হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। তবে তাঁকে ম্যাচে নামার জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা এখনই বলা যাচ্ছে না। চোট সারিয়ে ফিরে আসছেন হরমনজ্যোত সিং খাবড়াও। ফলে আরও শক্তিশালী হতে চলেছে ইস্টবেঙ্গল দল। ডার্বি ম্যাচ ড্র করতে হলেও কার্লেস কুয়াদ্রাতের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। তারা এখন আরও ভয়ঙ্কর। এই অবস্থায় দলের সঙ্গে ভাসকোয়েজ যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তা হলে বিরাট সুবিধা পাবে লাল-হলুদ।   

আরও পড়ুন

Advertisement

  

Advertisement