scorecardresearch
 

East Bengal Mohun Bagan Transfer News: গ্রেগ স্টুয়ার্টকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল বা মোহনবাগান! সত্যিটা কী?

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার সই করাবে না। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এদিকে মুম্বই সিটি এফসি ছেড়ে দিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। তা হলে কি মোহনবাগান সুপার জায়েন্ট তাঁকে সই করাতে পারে? এটা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ময়দানে। ইস্টবেঙ্গলও একজন স্ট্রাইকারকে সই করাতে চেয়েছিল। তবে এক মাসের চুক্তিতে সই করতে না চাওয়ায় স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি হয়নি লাল-হলুদের।

Advertisement
গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার সই করাবে না। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এদিকে মুম্বই সিটি এফসি ছেড়ে দিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। তা হলে কি মোহনবাগান সুপার জায়েন্ট তাঁকে সই করাতে পারে? এটা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ময়দানে। ইস্টবেঙ্গলও একজন স্ট্রাইকারকে সই করাতে চেয়েছিল। তবে এক মাসের চুক্তিতে সই করতে না চাওয়ায় স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি হয়নি লাল-হলুদের।

তবে মুম্বইয়ের স্ট্রাইকার কি আসতে পারেন কলকাতার কোনও ক্লাবে? গ্রেগ স্টুয়ার্টকে ছাড়াই মুম্বই দল চয় বিদেশি ফুটবলারকে সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ায় সে জল্পনা আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, ভারতের কোনও ক্লাব নয়, গ্রেগ স্টুয়ার্ট ফিরতে চলেছেন তাঁর পুরনো ক্লাব রেঞ্জার্সে। ভারতীয় ফুটবলে এসেই বেশ সাড়া জাগিয়েছিলেন স্কটিশ এই ফুটবলার। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার আসলে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে চান। সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। রেঞ্জার্স থেকে ২০২১-২২ মরসুমে জামসেদপুর এফসিতে সই করেছিলেন স্টুয়ার্ট। 

স্টুয়ার্ট এর আগে কাউডেনবিথ, ডান্ডি, বার্মিংহাম, কিলমারনক এবং অ্যাবারডিনের হয়েও খেলেছেন। স্টুয়ার্ট স্কটিশ থার্ড-ডিভিশন ক্লাব রেঞ্জার্সের হয়ে ছেলেবেলা থেকেই খেলেছেন। দীর্ঘ নয় বছর ধরে স্কটিশ ফুটবল রাজ করা সেল্টিককে টপকে দলকে সেরা করেছিলেন তিনি।  স্কটিশ খেলোয়াড় এই মরসুমে মুম্বাই সিটি এফসি-র হয়ে নয়টি ম্যাচ খেলেছেন, দুটি গোল করেছেন। তাঁর মোট গোলের সংখ্যা ৪৬টি করেছেন। এরপর আর তাঁকে ভারতে খেলতে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।  শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ে বড় অবদান ছিল মুম্বইয়ের এই স্ট্রাইকারের।    

আরও পড়ুন

সুপার কাপে দারুণ শুরু করেছে কলকাতার দুই দল। একদিকে ৩-২ গোলে হায়দরাবাদকে হারিয়েছে লাল-হলদ, আর অন্যদিকে পিছিয়ে থেকেও শুধু সমতা ফেরানো নয়, ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে একটা সময় ১০ জনে খেলছিল সবুজ-মেরুন। তাতেও গোল করতে পারেনি হায়দরাবাদের এই ক্লাব।  

Advertisement

Advertisement