scorecardresearch
 

East Bengal Super Cup 2024: ডার্বি জিতে হোটেল পাচ্ছে না ইস্টবেঙ্গল? জানুন আসল খবর

সুপার কাপের (Super Cup 2024) ডার্বি (Kolkata Derby) জিতেও সমস্যায় পড়তে হল ইস্টবেঙ্গলকে (East Bengal)। ভুবনেশ্বরে যে হোটেলে লাল-হলুদ থাকছে তার সমস্ত ঘর বুকড। বিয়ে বাড়ি থাকার কারণে অনেক অনুরোধ করেও হোটেলের ঘর পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে, শনিবার রিকভারি সেশনের পরে নাকি কয়েকজন ফুটবলারকে বাধ্য হয়ে অন্য হোটেলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল
হাইলাইটস
  • হোটেল পাচ্ছে না ইস্টবেঙ্গল?
  • সুপার কাপের সেমিফাইনালে লাল-হলুদ

সুপার কাপের (Super Cup 2024) ডার্বি (Kolkata Derby) জিতেও সমস্যায় পড়তে হল ইস্টবেঙ্গলকে (East Bengal)। ভুবনেশ্বরে যে হোটেলে লাল-হলুদ থাকছে তার সমস্ত ঘর বুকড। বিয়ে বাড়ি থাকার কারণে অনেক অনুরোধ করেও হোটেলের ঘর পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে, শনিবার রিকভারি সেশনের পরে নাকি কয়েকজন ফুটবলারকে বাধ্য হয়ে অন্য হোটেলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।

যদিও এই খবর ইস্টবেঙ্গল কর্তারা স্বীকার করতে নারাজ। তাঁদের দাবি, গোটা দল একই রয়েছে। এই সমস্ত সমস্যার মধ্যেও সুপার কাপ জেতাকেই পাখির চোখ করতে চাইছে লাল-হলুদ। দীর্ঘদিন ক্লাব কোনও ট্রফি পায়নি। সর্বভারতীয় স্তরের ট্রফিও জিতেছে বহুদিন আগে। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেও ট্রফি অধরাই থেকে গিয়েছে। তবে এবার ট্রফি জেতার দারুণ সুযোগ কার্লেস কুয়াদ্রাতের দলের সামনে। সেই কারণেই সুপার কাপের ডার্বি জিতলেও উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নয় ইস্টবেঙ্গল। ডার্বি জেতার পরেই সেমিফাইনালের লড়াই নিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ডুরান্ডের ডার্বি জিতে হোটেলে ফিরে সেলিব্রেশন হয়েছিল কেক কেটে। তবে সুপার কাপে তাও হল না। পরের দিনই নেমে পড়লেন মাঠে। রিজার্ভ দল নিয়ে নেমে পড়লেন কার্লেস কুয়াদ্রাত।
  
ওড়িশা ফুটবল অ্যাকাডেমির কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করালেন। তবে সেখান থেকে হোটেলে না ফিরে চলে গেলেন জামসেদপুরের সঙ্গে শিলং লাজং-এর ম্যাচ দেখতে। ম্যাচের আগে খালিদ জামিলের দলকে মেপে নিতে হবে তো। বুধবার এই জামসেদপুরের বিরুদ্ধেই সুপার কাপ সেমিফাইনালে খেলতে নামবে লাল-হলুদ। সেই ম্যাচ দেখে আবার প্রথম দলের ফুটবলারদের নিয়ে বিকালে হোটেলেই রিকভারি সারলেন এক মরসুমে দুই ডার্বি জেতা কোচ।

ডার্বি জয়ের পর এখন ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে। মরসুমের প্রথম থেকে দারুণ ভাবে ধীরে ধীরে দলকে গড়ে তুলছেন ইস্টবেঙ্গল কোচ তাতে এই মুহূর্তে লাল-হলুদ সমর্থকদের কাছে বিশেষ স্থান করে নিয়েছেন কুয়াদ্রাতও। যদিও ডার্বি জিতেও এই স্প্যানিশ কোচ যথেষ্টই সতর্ক। বরং সময় নষ্ট না করে পরের ম্যাচ নিয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছেন তিনি। 

আরও পড়ুন

Advertisement

Advertisement