scorecardresearch
 

East Bengal Transfer News: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে? দলে নেই সিভেরিও

দলে গোল করার লোকের অভাব। আর সেই কারণেই অ্যাটাকিং লাইনকে শক্তিশালী করতে স্পেনের রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভার সঙ্গে কথাবার্তা শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, কোচ কার্লেস কুয়াদ্রাতই তাঁকে সই করানোর পরামর্শ দিয়েছেন। 

Advertisement
ইয়াগো ফালকে ইয়াগো ফালকে

দলে গোল করার লোকের অভাব। আর সেই কারণেই অ্যাটাকিং লাইনকে শক্তিশালী করতে স্পেনের রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভার সঙ্গে কথাবার্তা শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, কোচ কার্লেস কুয়াদ্রাতই তাঁকে সই করানোর পরামর্শ দিয়েছেন। 

ক্লাবের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। পাশাপাশি ইমামিও ফালকেকে লাল-হলুদ জার্সিতে নামাতে আগ্রহ দেখিয়েছে। লা লিগার সেরা কিছু ক্লাবের যুব দলে খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। ৩৪ বছর বয়সি ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের যুব দলে। আবার সিনিয়র পর্যায়েও বেশ কিছু বড় দলে খেলেছেন তিনি। সেই তালিকায় রয়েছে রায়ো ভায়েকানো, জেনোয়া, তোরিনোর মতো পরিচিত ক্লাবও। বাঁ পায়ের ফুটবলার, বুদ্ধিদীপ্ত ডজ ও ঠিকানা লেখা পাস দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেটপিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। ২০২২-২৩ মরশুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দ্য কালিতে খেলেছেন তিনি।

অন্যদিকে সুপার কাপের জন্য সিভেরিও টোরোকে রেজিস্ট্রেশন করাচ্ছে না ইস্টবেঙ্গল। তবে তাঁকে ছেড়েও দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেও শনিবারের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। শনিবার অবশ্য দেখা যায়নি হেডকোচ কার্লেস কুয়াদ্রাতকেও। তবে ছিলেন তিন বিদেশি ক্লেইটন সিলভা, বোরহা ও হিজাজি মেহের। ১৩ জানুয়ারি সুপার কাপের জন্য ফুটবলারদের রেজিস্ট্রেশনের শেষদিন।

সুপার কাপের দলে সুযোগ পেতে পারেন রিজার্ভ দলের একাধিক ফুটবলার। আইএসএল-এর দ্বিতীয় পর্বের আগে তাদের দেখে নিতে চাইছেন কোচ কুয়াদ্রাত। কেরলিয়ান স্ট্রাইকার জেসিন টিকের পাশাপাশি মিডফিল্ডার তন্ময় দাসকেও রেজিস্ট্রেশন করানো হবে। লিয়েনে ছেড়ে দেওয়া হবে মিডফিল্ডার মোবাশির রহমানকে। সব ঠিক থাকলে চেন্নাইয়েন এফসি-তে চলে যেতে পারেন তিনি।    

এদিকে, সুপার কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হল না সিভেরিও তোরোর। আপাতত ২১ জন ফুটবলারের নাম নথিভুক্ত করিয়েছে ইস্ট বেঙ্গল। আগামী ১৩ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ দিন। তবে স্প্যানিশ স্ট্রাইকারকে অবশ্য এখনই রিলিজ করা হচ্ছে না। ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন তিনি। এদিন আরও তিন বিদেশি ক্লেটন, বোরহা ও হিজাজি মাহের অনুশীলনে যোগ দিয়েছেন। রিজার্ভ দলের একাধিক ফুটবলারকে সুপার কাপে দেখে নিতে চাইছেন কুয়াদ্রাত। কেরালাইট স্ট্রাইকার জেসিন টিকে ছাড়াও মিডফিল্ডার তন্ময় দাসের নাম নথিভুক্ত হয়েছে। জানা গিয়েছে, মিডফিল্ডার মোবাশির রহমানকে লিয়েনে ছাড়ছে ইস্ট বেঙ্গল। ফিটনস টেস্টে পাশ করতে পারলে চেন্নাইয়ান এএফসি'তে যোগ দেবেন তিনি। 

Advertisement

Advertisement