সমস্যা সেই টাকা। আর তার জেরেই একাধিক তারকা ফুটবলারকে সই করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যাবেজমেন্টকে। এমনটাই সূত্রের খবর। এমনিতেও প্রত্যেক ভারতীয় তারকা ফুটবলারের সঙ্গে একাধিক বছরের চুক্তি করে রেখেছে সেই ক্লাব। ফলে তাদের নিতে গেলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে।
কোন কোন ফুটবলারকে সই করাতে পারছে না ইস্টবেঙ্গল?
রহিম আলি- ট্রান্সফার ফির জন্যই রহিম আলিকে সই করাতে পারছে না লাল-হলুদ ক্লাব। চেন্নাইয়েন এফ সি ট্রান্সফার ফি না কমালে রহিম আলির সঙ্গে লাল হলুদের চুক্তি হওয়ার সুযোগ খুব বেশি নেই। যদিও রহিমের বিকল্প হিসেবে অন্য আরও একজন নতুন ভারতীয় স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চলছে। তবে সেই তালিকায় নাম নেই ইশান পন্ডিতার। রহিমের সঙ্গে চুক্তি না হলে তাঁকে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে। তবে সেই স্ট্রাইকারের নাম এখনও জানা যায়নি।
প্রভসুকান সিং গিল- গিলের এর জন্য সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। গিলের ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গলে আস্তে কোনোও সমস্যা নেই বলে জানা যাচ্ছে। ট্রান্সফার ফি সংক্রান্ত টাকা পয়সা নিয়ে কেরল ব্লাস্টার্স ম্যানেজমেন্ট সঙ্গে কথা চলছে। ইস্টবেঙ্গল দারুণ একজন গোলরক্ষক নিতে চাইছে। তবে সেই ডিল ফাইনাল করার ক্ষেত্রেও সমস্যা সেই টাকাই।
এশিয়ান স্টপার হিসেবে আরও একজন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আসছেন। ইভানের পরিবর্ত হিসেবে আরেকজন স্প্যানিশ ডিফেন্ডার নিতে আগ্রহী ম্যানেজমেন্ট। মরশুমের শুরুতেই টাকার সমস্যা নিয়ে সরব হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তাদের দাবি ছিল, পড়শি মোহনবাগান যখন, এত টাকা দিয়ে দল গড়ছে, সেই সময় ইস্টবেঙ্গল কেন পিছিয়ে থাকবে? যদিও এই আবেদনে কাজ হবে না বুঝতে পেরেই ক্রাউড ফান্ডিং-এর রাস্তায় হাঁটতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে তাতে সমস্যার সমাধান হবে না। আরও অনেক টাকার দরকার।
এদিকে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কোনও যোগাযোগই নাকি নেই ইমামি কর্তারদের। যদিও প্রকাশ্যে এই ব্যাপারে এখনও ক্ষোভ উগরে দেননি কোনও কর্তাই। ক্ষোভ যে রয়েছে তা জানা যাচ্ছে। ইনভেস্টর ইমামি কীভাবে কলকাতা লিগের দল সাজাচ্ছে তা নিয়ে ধোঁয়াশায় ক্লাব কর্তারা। এক কর্তা জানান, ‘ক্লাবের ফোল খারাপ হলে সমর্থকদের রোষের মুখে পড়তে হবে ক্লাব কর্তাদের। ইনভেস্টরদের সঙ্গে কোনও যোগাযোগই করা যাচ্ছে না।‘ ঠিক ছিল, প্রতি মাসেই প্রথম সপ্তাহে বোর্ড মিটিং হবে। তবে গত কয়েকনাসে কোনও মিটিং হয়নি। ক্লাবের পক্ষ থেকেও নাকি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে কথা হয়নি। এর জেরেই উদ্বিগ্ন ক্লাব কর্তারা।