scorecardresearch
 

East Bengal Transfer Update: ক্লেইটনকে পড়শি ক্লাবে ছাড়ছে ইস্টবেঙ্গল? জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে বড় আপডেট

ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়তে পারেন তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা (Cleiton Silva)। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই বদল হতে পারে। আইএসএল-এর (ISL) শুরুতে গোল করতে না পারায় পরপর ম্যাচ হারতে হচ্ছিল লাল-হলুদকে। দিমিত্রিয়াস ডিমানটাকোস (Dimitrios Dimantakos) যাওয়ায় সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। মহমেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে ড্র করার পর নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আর সেটাই আত্মবিশ্বাস দিচ্ছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলকে। 

Advertisement
রবসন ও ক্লেইটন রবসন ও ক্লেইটন

ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়তে পারেন তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা (Cleiton Silva)। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই বদল হতে পারে। আইএসএল-এর (ISL) শুরুতে গোল করতে না পারায় পরপর ম্যাচ হারতে হচ্ছিল লাল-হলুদকে। দিমিত্রিয়াস ডিমানটাকোস (Dimitrios Dimantakos) যাওয়ায় সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। মহমেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে ড্র করার পর নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আর সেটাই আত্মবিশ্বাস দিচ্ছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলকে। 

ওড়িশা এফসি-র (Odisha FC) স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna) চোটের কারণে গোটা মরসুম ছিটকে যাওয়ায় সের্জিও লোবেরার (Sergio Lobera) দলে একজন স্ট্রাইকার দরকার। সেই কারণেই তারা দলে নিতে পারে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। সে ক্ষেত্রে কিছুটা আর্থিক সুবিধা পেতে পারে ইস্টবেঙ্গল। ক্লেইটনকে এমনিতে ছাড়তে হলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হত লাল-হলুদকে। ওড়িশা যদি ক্লেইটনকে সই করায় তা হলে সেই সমস্যা পোহাতে হবে না ইস্টবেঙ্গলকে। ছন্দ বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। আগামী ৭ই ডিসেম্বর ইন্দোরে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে লাল-হলুদ শিবির।
 

ক্লেইটনের জায়গায় রবসন 
সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেন্টন সিলভার ভবিষ্যৎ কী? সেই বিষয়েও কৌতূহল বাড়ছে লাল-হলুদ সমর্থকদের মধ্যেও। বেশ কয়েক দিন আগে লাল-হলুদ শিবির ম্যানেজমেন্টের একাংশ সূত্রে জানা গিয়েছিল, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে ব্রাজিলিয়ান ফুটবলার তথা দলের প্রাক্তন অধিনায়ক ক্লেন্টন সিলভাকে। তাঁর জায়গায় দলে নিয়ে আসা হতে পারে আরেক ব্রাজিলিয়ান ফুটবলার তথা বসুন্ধরা কিংসের হয়ে খেলা রবসন রবিনহোকে।
 

আরও পড়ুন

রবসনের প্রশংসায় পঞ্চমুখ অস্কার
ইতিমধ্যে এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, 'রবসন অসাধারণ ফুটবলার। তিন বছর আমার কোচিংয়ে খেলেছে। তবে রবসন এক নয়, আরও কয়েকজন ফুটবলার আমাদের নজরে রয়েছে। কারণ, দলের মধ্যে বেশ কিছু বিভাগের দুর্বলতা চিহ্নিত করেছি। এই মুহূর্তে দলের ছয়জন বিদেশির সঙ্গে চুক্তি রয়েছে। ডিসেম্বরে পাঁচটি ম্যাচ রয়েছে, সেখানেই ওদের প্রমান করতে হবে, ইস্টবেঙ্গলের হয়ে খেলার যোগ্যতা রয়েছে কিনা।'
 

Advertisement

Advertisement