সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার পেয়ে গেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। বৃহস্পতিবার রাতে ইমামির পক্ষ থেকে বিশেষ ডিনার পার্টি আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই ২৫ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করে ইমামি। এই টাকা সমস্ত ফুটবলারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই জানান হয়েছে।
ডার্বির প্রস্তুতি ইস্টবেঙ্গলে
সুপার কাপ জয়ের পর ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। তবে প্রথমদিন প্র্যাকটিসে ছিলেন না দলের গোলকিপার প্রভসুখন সিং গিল। যদিও অনুশীলন শেষে ভরসা দিলেন খোদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, 'গিলকে নিয়ে সমস্যা নেই। ওর একটু ঠাণ্ডা লেগেছে। তাই আজ অনুশীলনে আসেনি।' ডার্বিতে মাঝমাঠ দখল নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কুয়াদ্রাতকে। শনিবার চারজন ফুটবলার বদল হবে ইস্টবেঙ্গলে। আক্রমণে ফিরবেন নাওরেম মহেশ সিং, বোরহা চলে যাওয়ায় তাঁর জায়গায় বিষ্ণু খেলতে পারেন প্রথম থেকেই। ডিফেন্সে ফিরছেন লালচুংনুঙ্গা। শৌভিকের পরিবর্তে খেলতে পারেন ক্রেসপো। অনুশীলনের আগে এই দুই স্প্যানিশের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলেন কুয়াদ্রাত।
সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ ক্লেইটন
ডার্বির জন্য তৈরি লাল-হলুদের দুই তারকা ক্লেইটন সিলভা আর নন্দাকুমার। সুপার কাপ ডার্বির দুই গোলদাতাই এদিন অনুশীলনে পুরো ফিট। ক্লেইটন বলে গেলেন, 'আমাদের কে আছে কে নেই, তা নিয়ে ভাবছি না। ডার্বির জন্য আমরা তৈরি।' সুপার কাপ জিতে ফেরার পর সমর্থকরা দলকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, তাতে এখনও আচ্ছন্ন ক্লেইটন। বললেন, 'এর আগে এমন কখনও দেখিনি। থাইল্যান্ডেও সমর্থকরা খুব উৎসাহী। ওখানে অনেক খেতাবও জিতেছি। তবে সেসময় থাইল্যান্ডের রাজা মারা যাওয়ার কোনও উৎসব হয়নি। সেই আক্ষেপ মিটে গিয়েছে এবার।'
নন্দা আবার শনিবারের ডার্বিতেও গোল করতে চান। তিন ডার্বির দু'টিতেই গোল রয়েছে তাঁর। বললেন, 'আমি সমস্ত ম্যাচে গোল চাই।' শনিবার যদিও বদলার আশায় মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর সেটাই ঠেকাতে বদ্ধপরিকর কার্লেস কুয়াদ্রাত।