গোকুলাম কেরল এফসি-র বিরুদ্ধে জয় ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) ডুরান্ড কাপের (Durad Cup) সেমিফাইনালে নিয়ে গিয়েছে। এবার নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ। তবে এই ম্যাচের আগে অন্য পরিকল্পনা তৈরি রাখছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)।
নর্থ-ইস্টের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নিচ্ছে ইস্টবেঙ্গল
মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেতে পারেন মন্দার রাও দেশাই। বাঁদিকের উইং-এ খেলতে পারেন নিশু কুমার। সিভেরিওর পেছন থেকে খেলতে পারেন নাওরেম মহেশ সিং। বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো। সমস্ত ফুটবলারকেই তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়াদ্রাত। রবিবার রাতে যখন লাল-হলুদের অনুশীলন শেষ হল, তখন যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলই এখন মাত্র দুই ধাপ দূরে। ফাইনালে আবারও ডার্বি হতে পারে। তবে লাল-হলুদের সামনে এবার নর্থ ইস্টের বাধা টপকানোর চ্যালেঞ্জ।
এখনই ফাইনালের বড় ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। অনুশীলনের পর কুয়াদ্রাত বলেন, ‘অনুশীলন শেষ হওয়ার পর দেখতে পেলাম ৩-১ গোলে জিতে গিয়েছে ওরা। তবে ফাইনালে ডার্বি হবে কিনা সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আমাদের মাথায় এখন শুধুই নর্থ-ইস্ট।‘ ইস্টবেঙ্গল ভালো ছন্দে থাকলেও, কিছু জায়গায় ভারতীয় ফুটবলারদের সই করাতে হবে ইস্টবেঙ্গলকে। তবে ইমামি ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে, অন্য দল থেকে তারা ফুটবলার নেবে না। এখনও অবধি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডুরান্ড কাপের পর রিজার্ভ দল থেকে ফুটবলার রেজিস্টার করাতে পারে তারা।
নর্থইস্টকে হালকা করে দেখতে নারাজ কার্লেস। তিনি বলেন, ‘খুব ভালো দল। দারুণ পরিশ্রম করে খেলে। আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। সেটা সেরে ফেলতে হবে।‘
কোথায় দেখবেন ডুরান্ড কাপের সেমিফাইনাল
মঙ্গলবার নর্থ ইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভে। টিভিতে দেখা যাবে সোনি টেন ২-তে।