পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দু'দিন আগে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের খেলোয়াড় ও ব্যবস্থাপনার মধ্যে সাতটি ইতিবাচক কোভিড -১৯ টেস্টে ধরা পড়েছে। ইতিমধ্যেই গোটা দলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সিরিজ শুরু হওয়ার আগেই এমনটা ঘটেছে ইংল্যান্ডে। ৭ জন ইতিবাচক পরীক্ষা হয়েছেন। যাঁর মধ্যে ৩ ক্রিকেটার ও ৪ সাপোর্ট স্টাফ রয়েছে। এখনও ক্রিকেটারদের নাম জানানো হয়নি ইসিবির তরফে।
ইসিবি নিশ্চিত করেছে লন্ডন ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি টুয়েন্টি সিরিজ এগিয়ে যাবে। বেন স্টোকস ইংল্যান্ডের দায়িত্বে ফিরে আসবেন এবং পরের কয়েক ঘণ্টার মধ্যে দলটির নেতৃত্ব দেবেন।
ইসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, "পাবলিক হেলথ ইংল্যান্ড, পাবলিক হেলথ ওয়েলস এবং ব্রিস্টল লোকাল হেলথ অথরিটির সহযোগিতায় ক্ষতিগ্রস্থরা এখন ৪ জুলাই থেকে কোয়ারান্টাইনের জন্য ইউকে সরকারের প্রোটোকল অনুসরণ করে আইসোলেশনে একটি সময় পালন করবেন। দলের অবশিষ্ট সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ হিসাবে গণ্য করা হয়েছে এবং এটিও বিচ্ছিন্ন হয়ে যাবে।"
এই বিবৃতিতে আরও আছে, 'আমরা সচেতন ছিলাম যে ডেল্টা বৈকল্পিকের উত্থান এবং বায়ো সুরক্ষিত পরিবেশগুলির কঠোর প্রয়োগ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছিলেন, আমাদের খেলোয়াড় এবং পরিচালন কর্মীদের সার্বিক সুস্থতার পক্ষে যাতে আমরা গত ১৪ মাস বেশ সীমাবদ্ধ পরিস্থিতিতে কাটিয়েছি, তাদের সার্বিক সুস্থতার পক্ষে প্রোটোকল গ্রহণের চেষ্টা করার জন্য আমরা কৌশলগত পছন্দ করেছি।
"রাতারাতি আমরা একটি নতুন স্কোয়াড শনাক্ত করার জন্য দ্রুত কাজ করেছি, এবং আমরা বেন স্টোকসের প্রতি কৃতজ্ঞ যারা অধিনায়কের দায়িত্ব পালন করে ইংল্যান্ডের দায়িত্ব ফিরে পাবে। আমরা এই সংবাদটি আমাদের প্রথম শ্রেণির কাউন্টি এবং তাদের পুরুষদের খেলার স্কোয়াডে যে প্রভাব ফেলবে তাও আমরা স্বীকার করি এবং ধন্যবাদ জানাই এই মহামারী মোকাবেলায় তাদের অব্যাহত সহায়তার জন্য তাদের, আমাদের অংশীদার স্কাই এবং রয়েল লন্ডনকে সাথে নিয়ে।'
ইংল্যান্ডে এমন ঘটনায় এবার চিন্তার ভাজ পড়তে পারে ভারতীয় ক্রিকেট দলের কপালে। কারণ ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডেই। রয়েছে গোটা টেস্ট দল। একদিনের সিরিজের আগে ইংল্যান্ড দলের এই পরিস্থিতি হয়েছে। যদি এমন ফাটল টেস্টের বায়ো বাবলেও ধরে তাহলে চিন্তার ব্যাপার হয়ে যেতে পারে। কারণ এখনও পর্যন্ত আরও দেড় মাস ইংল্যান্ডে থাকতে হবে ভারতীয় ক্রিকেট দলকে।
আইপিএলের সময় বায়ো বাবলে ফাটল ধরে করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক ক্রিকেটার সহ সাপোর্ট স্টাফ। এবার ইংল্যান্ডের মাটিতে ঘটলো এমনটা।