scorecardresearch
 

Euro 2024 Netherlands vs Poland: কোয়েম্যানের এক চালে বাজিমাত, পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ডাচদের

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেল নেদারল্যান্ডস। শুরুতে গোল খেয়ে গেলেও দারুণভাবে ফিরে আসে ডাচরা। শেষ পর্যন্ত সুপার সাব ভেঘোর্স্টের গোলে ২-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস। দীর্ঘদিন কোন বড় ট্রফি জেতা হয়নি ডাচদের। খেলতে পারেনি বিশবকাপেও। তবে সেই ব্যর্থতা কাটিয়ে রোনাল্ড কোয়েম্যানের দল যে বেশ প্রস্তুত তা রবিবার ভালোভাবেই বোঝা গিয়েছে।

Advertisement
জয় পেল নেদারল্যান্ডস জয় পেল নেদারল্যান্ডস

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেল নেদারল্যান্ডস। শুরুতে গোল খেয়ে গেলেও দারুণভাবে ফিরে আসে ডাচরা। শেষ পর্যন্ত সুপার সাব ভেঘোর্স্টের গোলে ২-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস। দীর্ঘদিন কোন বড় ট্রফি জেতা হয়নি ডাচদের। খেলতে পারেনি বিশবকাপেও। তবে সেই ব্যর্থতা কাটিয়ে রোনাল্ড কোয়েম্যানের দল যে বেশ প্রস্তুত তা রবিবার ভালোভাবেই বোঝা গিয়েছে।

গোল খেয়ে যায় ডাচরা
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ডাচরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিভারপুল তারকা গ্যাকপোর শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। পুরো মাঝমাঠ দখল নিয়ে খেলতে থাকে ডাচরা। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলটি পায় পোল্যান্ড। কর্নার থেকে জিয়েলেন্সকির বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন তুর্কিশ লিগে খেলা এডাম বুকসা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকা ডাচরা ২২ মিনিটে দারুণ সুযোগ পায়। কিন্তু মেম্ফিস ডেপায়ের বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে।

প্রথমার্ধেই সমতা ফেরায় নেদারল্যান্ডস
২৯ মিনিটে গাকপোর দূরপাল্লার শট পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে তারা। ৩২ মিনিটে পোল্যান্ডও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। জ্যাকোব কিউইর শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন ডাচদের ২১ বছর বয়সী গোলরক্ষক। ১-১ এ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

৮৩ মিনিটে একে নিচু বল দেন পোল্যান্ড বক্সের ভিতরে। সেই পাস এক পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ভেঘোর্স্টের পায়ে। সময় না নিয়ে সরাসরি শট করেন তিনি। গোলকিপার সিজনির কিছুই করার ছিল না। বল জড়িয়ে যায় জালে। দারুণভাবে গোল দুর্গ আগলাতে থাকলেও মুহূর্তের ভুলে হেরে যেতে হয় ম্যাচ।   

৮৩ মিনিটে এগিয়ে দেন ভেঘোর্স্ট

আরও পড়ুন

Advertisement

এরপর সুযোগ পেলেও ম্যাচে ফিরতে পারেনি পোল্যান্ড। দলে শুরু থেকেই ছিলেন না রবার্ট লেবেনডস্কি। পরেও তাঁকে নামানো হয়নি। তিনি মাঠে থাকলে ম্যাচের ফল এমন হত কিনা তা এখন বলা বেশ মুশকিল। 

 

Advertisement