scorecardresearch
 

Sachin Tendulkar: শৈশবের স্মৃতিচারনায় সচিন, মাস্টার ব্লাস্টার বললেন...

সেই সঙ্গে সচিন মজা করে বলেন, মাঝে মাঝে ওই সিটে বাতাসের কারণে ঘুমাতেন। এবং অনেক সময় সে তাঁর নামার কথা ভুলে যেতেন।  শৈশবের দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, এসব কিছুই তাকে আনন্দ দেয়। সচিন তেন্ডুলকর খুব অল্প বয়সে তার পেশাদার ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৮৮ সালে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে সচিনের অভিষেক হয়। 

Advertisement
সচিন তেন্ডুলকর সচিন তেন্ডুলকর
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও
  • পুরনো স্মৃতি শেয়ার করলেন সচিন তেন্ডুলকর

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে মুম্বইয়ে তাঁর পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে দেখা গেছে। কয়েকদিন আগে বাসে যাত্রার কথা মনে করে সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন শচীন। এখন সেই মুহূর্তগুলোকে স্মরণ করে একটি ভিডিওও পোস্ট করেছেন তিনি। এই ভিডিওতে মুম্বই আইকন সচিন তাঁর শৈশবের দিনগুলির কথা মনে রেখেছেন।

৩১৫ নম্বর বাসের কথা বলতে গিয়ে সচিনকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। তিনি জানান, এই বাসেই তিনি তাঁর বাড়ি বান্দ্রা থেকে শিবাজি পার্কে যেতেন। ক্রিকেট অনুশীলনের জন্য এই নম্বরের বাসে যাতায়াত করতেন সচিন। এর সাথে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে সচিন তাঁর প্রিয় আসনের কথাও উল্লেখ করেছেন। সচিন জানিয়েছেন যে তিনি প্রায়ই পিছনের সিটের প্রান্তে বসে বাইরে যেতেন। 

সেই সঙ্গে সচিন মজা করে বলেন, মাঝে মাঝে ওই সিটে বাতাসের কারণে ঘুমাতেন। এবং অনেক সময় সে তাঁর নামার কথা ভুলে যেতেন।  শৈশবের দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, এসব কিছুই তাকে আনন্দ দেয়। সচিন তেন্ডুলকর খুব অল্প বয়সে তার পেশাদার ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৮৮ সালে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে সচিনের অভিষেক হয়। 

আরও পড়ুন: কে চাহালকে ঝুলিয়ে রেখেছিল,প্রকাশ্যে আনা উচিত মনে করেন শেহওয়াগ

Advertisement

সচিন তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটে অভিষেকের এক বছর পর ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক অভিষেক হয়। এই সুযোগের পরে, সচিন ২০১৩ সাল পর্যন্ত টানা ২৪ বছর ভারতীয় দলের সদস্য ছিলেন। ইতিমধ্যে তিনি ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বিশ্ব ক্রিকেটে ওডিআই ও টেস্ট ক্রিকেটে সচিন সর্বোচ্চ রান সংগ্রাহক। 

Advertisement