scorecardresearch
 

Gautam Gambhir on Dhoni: ধোনির সঙ্গে কী সম্পর্ক খারাপ? উত্তর দিলেন গম্ভীর

ভারতের প্রাক্তন ওপেনার আরও বলেন, ''আমি জানি ধোনির নিজেকে নতুন করে প্রমাণ করার কিছুই নেই। তবুও যদি কখনও তার কারো সমর্থন প্রয়োজন হয়, আমিই প্রথম ব্যক্তি যে পাশে দাঁড়াতাম। আমি জানি সে ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছে। মানুষ হিসেবেও ও অনেক কিছু করেছে।''

Advertisement
মহেন্দ্র সিং ধোনি ও গম্ভীর মহেন্দ্র সিং ধোনি ও গম্ভীর

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Sigh Dhoni) সঙ্গে নাকি সম্পর্ক ভাল নয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এমনটাই শোনা যায় নানা মহলে। তবে এই সমস্ত গুজবকে পাত্তা দিতে রাজি নন গম্ভীর। বরাবর স্পষ্ট কথা বলা গম্ভীর পরিষ্কার জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশেই দাঁড়াবেন তিনি। যতীন সাপ্রুর শোতে গম্ভীর বলেছিলেন, ''মহেন্দ্র সিং ধোনির প্রতি আমার খুব শ্রদ্ধা রয়েছে। আমি এর আগেও অনেকবার অন এয়ার বলেছি। আমি এটা যে কোন জায়গায় এবং যে কোন সময় বলতে পারি। প্রয়োজনে ১৩৮ কোটি মানুষের সামনেও বলতে পারি।'' 

ভারতের প্রাক্তন ওপেনার আরও বলেন, ''আমি জানি ধোনির নিজেকে নতুন করে প্রমাণ করার কিছুই নেই। তবুও যদি কখনও তার কারো সমর্থন প্রয়োজন হয়, আমিই প্রথম ব্যক্তি যে পাশে দাঁড়াতাম। আমি জানি সে ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছে। মানুষ হিসেবেও ও অনেক কিছু করেছে।''

গৌতম গম্ভীর দুইবার বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। দুটি বিশ্বকাপের ফাইনালেও গম্ভীর ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এর আগে, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৭৫ রান করেছিলেন তিনি। এর পর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২২ বলে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। 

আরও পড়ুন: সাকিবের ব্যাটেই সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নতুন নজির গড়লেন ঝুলন

গৌতম গম্ভীর ২০০৩ সালের এপ্রিলে টিম ইন্ডিয়ার হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক করেন। প্রায় ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর, গম্ভীর ২০১৮ সালের ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নেন। গম্ভীর তাঁর কেরিয়ারে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন।  তিনি টেস্টে ৪১৫৪ রান এবং ওয়ানডেতে ৫২৩৮ রান করেন। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে গম্ভীরের রান ৯৯৩। 

Advertisement

Advertisement