ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর? কেকেআর-কে আইপিএল চ্যাম্পিয়ন করার পরে প্রথমবার কলকাতায় এসে এ ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। আইপিএল ফাইনালের পর তাঁকে অনেকক্ষণ দেখা যায় বোর্ড সচিব জয় শাহের সঙ্গে কথা বলতে। তখন থেকেই শোনা যাচ্ছিল, ভারতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। সেইমত কিছুদিন আগেই ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ইন্টারভিউও দিয়েছেন তিনি। শুক্রবার কলকাতার এক হোটেলে এ প্রসঙ্গে মুখ খোলেন কেকেআর মেন্টর।
গম্ভীর স্বয়ং জানালেন, 'এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক লোক আমি নই। আমি এতদূরের কথা ভাবছি না। এই কাজটা বেশ কঠিন। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়াটাই আপাতত উপভোগ করছি।' ভারতীয় দলের সাফল্যের পিছনে কোনও ব্যক্তিবিশেষের অবদান যথেষ্ট নয়। এমনটাও জানিয়ে দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, 'ভারতীয় দলের ক্ষেত্রে, ব্যক্তি নয়, দল সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে এসেছে। ভবিষ্যতেও পাবে। সাজঘরের প্রতিটি সদস্যের অবদান প্রয়োজন রয়েছে।'
এ মরসুমে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পরে স্বাভাবিক ভাবেই গম্ভীরকে নিয়ে প্রত্যাশা বেড়েছে, তিনি ভারতীয় দলের কোচ হবেন কিনা তা নিশ্চিত না করলেও গম্ভীর যা বললেন তাতে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। গম্ভীর বলেন, 'আমি কেকেআর-এর মেন্টর হিসেবে গুরুমন্ত্র দিয়েছি। পরের বার অন্য কেউ করবে। কেকেআর-এর মেন্টর হিসেবে আমার কাজ দলকে জেতান। জেতার চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল। আর কোনও মন্ত্র নেই।'
ক্যাপ্টেন হিসেবেও কেকেআর-কে দুইবার আইপিএল ট্রফি দিয়েছেন তিনি। তবে কেরিয়ারে ক্যাপ্টেন হওয়া নয়, ব্যাটার হিসেবে সফল হওয়াই লক্ষ্য ছিল বলে মনে করেন গম্ভীর। পাশাপাশি গম্ভীর জানান, শাহরুখ খানের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে কোনও দিন ক্রিকেট নিয়ে আলোচনা হয়নি। তাই মালিক হিসেবে সেরা শাহরুখকেই মানছেন। ছয়টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ছয়টিতেই জয়ী। তবুও দীর্ঘসময়ের জন্য নেতৃত্ব পাননি। তা নিয়ে আক্ষেপ নেই। কারণ কোনও ক্রিকেটারই নেতৃত্বের জন্য দলে সুযোগ পায় না। স্বপ্নও দেখে না।