অ্যাডিলেডের একটি পাবে পার্টিতে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। ২০২৩ বিশ্বকাপের অন্যতম তারকা ম্যাক্সওয়েল অ্যাডিলেডের একটি বিখ্যাত গলফ ইভেন্টে গিয়েছিলেন। এর পর তিনি পাবে যান। সেই সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লির ব্যান্ড সিক্স অ্যান্ড আউট ওই পাবটিতে পারফর্ম করছিল।
হাসপাতালে যাওয়ার পথে জ্ঞান ফেরে ম্যাক্সওয়েলের
একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, শো চলাকালীন ম্যাক্সওয়েল এবং তাঁর বন্ধুরা মঞ্চের পিছনে গিয়ে মদ্যপান করেন ও গান গাইতে শুরু করেন। এর মধ্যেই ম্যাক্সওয়েল অজ্ঞান হয়ে পড়েন অ্যাম্বুলেন্সে করে ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর জ্ঞান ফিরে আসে। তবে কিছুক্ষণ পরেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং এখন দলের সঙ্গে রয়েছেন। খবরে বলা হয়েছে, ম্যাক্সওয়েল সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলিকে এই ঘটনার কথা জানান। এরপর ম্যাক্সওয়েলের ম্যানেজার হাই পারফরম্যান্সের প্রধান বেন অলিভারকে জানান। ম্যানেজার জানিয়েছেন, 'ম্যাক্সওয়েল এখন ভালো আছে। তবে এই ঘটনায় তিনি খুবই বিব্রত। জর্জ বেইলির সঙ্গেও আমাদের কথা হয়েছে, তিনি ম্যাক্সওয়েলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।'
অন্যদিকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স এ প্রসঙ্গে বলেছেন, 'আমরা সকলেই প্রাপ্তবয়স্ক। ফলে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এই ঘটনার সময় ম্যাক্সওয়েল দলের সঙ্গে ছিলেন না। সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে এর দায়ও ওকেই নিতে হবে।'
ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ম্যাক্সওয়েল
বলা হয়েছে, অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের হোম টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছিল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। এর পরে, দুই দলের মধ্যে একটি ওডিআই সিরিজ হবে, সেই সিরিজ থেকে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসচেন, জেক ফ্রেজার, ল্যান্স মরিস, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।