আইপিএল 2022-এর ফাইনাল ম্যাচে, গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস (RR) মুখোমুখি হয়েছিল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। সাত উইকেটে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাত।
অনন্য নজির গড়ল বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল (IPL)। রবিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ( Guinness World Record) নাম লেখাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল এই লিগ।
রবিবার আইপিএল ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের আগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ছিল বিসিসিআই। দর্শক ভর্তি স্টেডিয়ামে জমকালো সেই অনুষ্ঠানের মঞ্চ মেতে ওঠে বলিউড সুপারস্টার রণবীর সিং, বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান-সহ একঝাঁক তারকার পারফরম্যান্সে। তবে তার আগে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। রণবীরদের পারফরম্যান্সের আগে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মাইক হাতে ঘোষণা করেন, গিনেস বুকে নাম লেখাতে চলেছে এবারের আইপিএল। আর সেটা হল কীভাবে? আসলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে সাজিয়ে দেওয়া হয়েছিল এই স্টেডিয়ামে। যা ৬৬ মিটার লম্বা এবং ৪২ মিটার চওড়া জার্সিটি।
জার্সিটিতে রয়েছে বিরাট করে আঁকা আইপিএল ১৫। সেই সঙ্গে রয়েছে ১০টি দলের লোগো। এই জার্সি তৈরি করেই তাক লাগিয়ে দিয়েছে আয়োজকরা। আর এই অভিনব প্রয়াসেরই জন্য পুরস্কার পেল আইপিএল। গিনেস বুকের প্রতিনিধির তরফে এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহের হাতে তুলে দেওয়া হয় এই সার্টিফিকেট।