scorecardresearch
 

বাড়ি ফিরেই ছেলেকে দুধ খাওয়াতে বসলেন হার্দিক! দেখে নিন সেই ছবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তিনটি একদিনের ম্যাচে তিনি মোট ২১০ রান করেছেন। পাশাপাশি তিনটে টি-২০ ম্যাচে করেছেন ৭৮ রান। এরজন্য ছ'ম্যাচের মধ্যে তিনি দু'বার ম্যান অফ দ্য ম্য়াচের পুরস্কার পান।

Advertisement
স্ত্রী'র সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া, ছবি- টুইটার স্ত্রী'র সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া, ছবি- টুইটার
হাইলাইটস
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া
  • তিনটি একদিনের ম্যাচে তিনি মোট ২১০ রান করেছেন
  • পাশাপাশি তিনটে টি-২০ ম্যাচে করেছেন ৭৮ রান

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাদা বলের সিরিজ়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সীমিত ওভারের সিরিজ় শেষ হওয়ার পরেই দেশে ফিরে এসেছেন হার্দিক। তিনি আপাতত তাঁর স্ত্রী এবং ছেলে অগস্ত্যর সঙ্গে সময় কাটাচ্ছেন।

আজ হার্দিক টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি অগস্ত্যকে কোলে শুইয়ে বোতলে করে দুধ খাওয়াচ্ছেন। ক্যাপশনে লিখেছেন জাতীয় কর্তব্য থেকে এবার একজন বাবার কর্তব্য।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তিনটি একদিনের ম্যাচে তিনি মোট ২১০ রান করেছেন। পাশাপাশি তিনটে টি-২০ ম্যাচে করেছেন ৭৮ রান। এরজন্য ছ'ম্যাচের মধ্যে তিনি দু'বার ম্যান অফ দ্য ম্য়াচের পুরস্কার পান।

তবে ভারতীয় টেস্ট স্কোয়াডের জন্য হার্দিক পান্ডিয়াকে নির্বাচন করা হয়নি। আগামী ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের বর্ডার গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। 

কিন্তু, পান্ডিয়ার এই ফর্ম দেখার পর তাঁকে ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্তির আবেদনও উঠেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কারণ তাঁরা প্রত্যেকেই মনে করেছিলেন টি-২০ এবং একদিনের সিরিজ়ে যে বিধ্বংসী মেজাজে পান্ডিয়া ব্যাটিং করেছেন, সেটা টেস্ট সিরিজ়েও অব্যাহত থাকবে। এমনকী আবেদন করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নও।

পাশাপাশি মহম্মদ কাইফও এই প্রস্তাব দিয়েছিলেন যে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে নেওয়া হোক। তিনি বলেছিলেন, "এটা হার্দিকের টেস্ট ক্রিকেট খেলার জন্য সঠিক সময়। ওর এই বিধ্বংসী মেজাজের কাছেই অজ়ি বোলারদের লাগাম ধরা থাকবে।"

Advertisement

তবে হার্দিক নিজে জানিয়েছিলেন, "তিনি এবার বাড়ি ফিরতে চান, নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চান।" প্রসঙ্গত ২০১৮ সালে হার্দিককে শেষবার সাদা পোশাকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল।
 

Advertisement