শুক্রবার থেকে কলম্বোতে আইসিসি (ICC) এর চার দিনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। এতে, সবার দৃষ্টি থাকবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের দিকে, আইসিসি-র বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের (Greg Barclay) জায়গায় কি তিনি এবার দায়িত্ব নেবেন?
এই এজিএম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতির বিষয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। তবে সংবাদ সংস্থ পিটিআই দাবি করেছে যে এজিএমের নয়-দফা এজেন্ডায় আর্থিক বিষয় আলোচনা হবে না। তবে এখানে ইভেন্ট- পরবর্তী প্রতিবেদন নিয়ে আলোচনা করবে, যা একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। আইসিসি সদস্যপদ, সহযোগী সদস্যদের মিটিং রিপোর্ট এবং আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পাশাপাশি আইসিসির নতুন এক্সটার্নাল অডিটর নিয়োগও এজেন্ডায় রয়েছে।
গ্রেগ বার্কলির জায়গায় কে নয়া চেয়ারম্যান হবেন তা নিয়ে আইসিসি বৈঠকে ঝড় উঠতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পাশাপাশি টি-২০ বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে প্রায় ২০ মিলিয়ন আমেরিকান ডলারের কাছাকাছি আইসিসির ক্ষতি হয়েছে বলে খবর।বিষয়টি নিয়ে সরগরম হতে পারে বৈঠক। শুক্রবার থেকে কলম্বোতে শুরু হবে এই বৈঠক। তার আগেই কয়েকটি ইস্যু এই মিটিংয়ের উত্তাপ বাড়াচ্ছে। এখন পর্যন্ত এজিএমে মোট নয়টি পয়েন্টের এজেন্ডা রয়েছে। এই এজেন্ডায় ইভেন্টে আর্থিক দিকটি রাখা হয়নি। তবে আইসিসির বোর্ড বিষয়টি নিয়ে আলোচনা করবে 'খারাপ ইভেন্ট রিপোর্টের' অংশ হিসেবে। যা আইসিসির এজিএমের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরের অন্তর্গত।
মনে করা হচ্ছে টিম বার্কলে যদি তাঁর কোটার তিন বছর পূরণ করেন তাহলে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে ছয় বছর শেষ করার পরেই ২০২৫ সালে আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন। যাতে করে ২০২৮ সালে তিনি ফের ফিরে এসে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।