রবিবার টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) খুব গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিউইয়র্কে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তেমন হলে ম্যাচের ফল কীভাবে ঠিক হবে? খেলা না হলে কত পয়েন্ট পাবে দুই দল? তাতে কোন দলের সুবিধা তা নিয়েও চলছে নানা অঙ্ক।
ভারতীয় সময় রাত আটটায় ম্যাচ শুরু হলেও, নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১ শতাংশ। খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ। পরে যদিও বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশ হয়ে যেতে পারে।
এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। তবে দরকার হলে ম্যাচের সময় বাড়তে পারে। পূর্বাভাস যদি সঠিক হয়, তবে ম্যাচটি ভেস্তে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে চাপ বাড়বে পাকিস্তান দলের। কারণ তাঁরা একটা ম্যাচ হেরে বসে রয়েছে। তাও আবার আমেরিকার বিরুদ্ধে। আবার ভারত প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ না হলে ১ পয়েন্ট করে পাবে দুই দল। সুপার আটের লড়াইয়ে উঠতে হলে বাবর আজমদের এই ম্যাচ জিততেই হবে।
কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও, পাকিস্তান সর্বোচ্চ পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এদিকে ভারত যদি কানাডা এবং আমেরিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলি জিতে যায়, তবে তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। আর তাই গ্রুপ থেকে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য শুধুমাত্র একটি জায়গা বাকি থাকবে। আমেরিকার বর্তমানে চার পয়েন্ট রয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাদের ছয় পয়েন্টে উন্নীত করবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সুপার আটের জন্য আমেরিকা তাদের জায়গা নিশ্চিত করবে।