শনিবার ফ্লোরিডায় টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্রুপ পর্বে ভারত বনাম কানাডা (India vs Canada) ম্যাচ বাতিল হলেও আগেই সুপার এইটে নিজেদের জায়াগা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে শুধু ভারতীয় দল নয়, ইতিমধ্যেই সাতটি দল সুপার এইটে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে প্রশ্ন হল, সুপার এইটে কাদের মুখোমুখি হবে ভারতীয় দল?
সুপার এইটে ভারতের সূচি
ভারতীয় দল শনিবারই গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলে ফেলেছে। এবার সুপার এইটে খেলতে নামবে তারা। ২০ জুন ভারতীয় দল সুপার এইটে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ হবে কিংস্টন ওভালে। এরঠিক দুই দিন পরেই অর্থাৎ ২২ জুন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে গ্রুপ ডি-র দ্বিতীয় দলের সঙ্গে। এখনও অবধি গ্রুপের যা অবস্থা তাতে মনে করা হচ্ছে, ভারতীয় দল এই ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আর সুপার এইটে ভারতের শেষ ম্যাচ ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফলে এবার লড়াই বেশ কঠিন হতে চলেছে তা বলাই যায়।
দারুণ ছন্দে ভারতীয় দল
ভারতীয় দল এবারের টি২০ বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে। আয়ারল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মারা। এরপর পাকিস্তানের বিরুদ্ধে দারুণ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আমেরিকাকেও তাদের ঘরের মাঠে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলে ভারত। এরপর ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়ে যায়। তবে তাতে গ্রুপের অবস্থা বদলায়নি। পাকিস্তান এই গ্রুপ থেকেই দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। গ্রুপ এ থেকে সুপার এইটে চলে গিয়েছে ভারত ও আমেরিকা।
প্রস্তুতির সময় পাবে ভারত
সুপার এইটের ম্যাচের আগে ভারতীয় দল ৫ দিন সময় পাচ্ছে। ভারতীয় দলের টপ অর্ডার নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। রান পাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। আফগানদের বিরুদ্ধে বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো বটেই এমন সমস্যা চলতে থাকলে সমস্যা হবে বাংলাদেশের বিরুদ্ধেও।