scorecardresearch
 

ICC T20 World Cup 2024 Team India: T20 বিশ্বকাপে সুপার এইটে ভারত কোন কোন টিমের বিরুদ্ধে খেলবে? রইল সম্পূর্ণ সূচি

টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। শুরুতে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জেতার পর পাকিস্তানকেও (Pakistan) হারিয়ে দিয়েছে ভারত (Indian Cricket Team)। তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জিতে সুপার এইটে জায়গা নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচ ভেস্তে গেলেও, শীর্ষে থেকেই সুপার এইটে যাচ্ছে ভারত। তবে প্রশ্ন হল, সুপার এইটে কাদের মুখোমুখি হবে ভারতীয় দল?

Advertisement
টিম ইন্ডিয়া (ছবি: পিটিআই) টিম ইন্ডিয়া (ছবি: পিটিআই)

টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। শুরুতে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জেতার পর পাকিস্তানকেও (Pakistan) হারিয়ে দিয়েছে ভারত (Indian Cricket Team)। তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জিতে সুপার এইটে জায়গা নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচ ভেস্তে গেলেও, শীর্ষে থেকেই সুপার এইটে যাচ্ছে ভারত। তবে প্রশ্ন হল, সুপার এইটে কাদের মুখোমুখি হবে ভারতীয় দল?

সুপার এইটে ভারতের সূচি
এবার সুপার এইটে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০ জুন ভারতীয় দল সুপার এইটে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে। এই ম্যাচ হবে কিংস্টন ওভালে। এরঠিক দুই দিন পরেই অর্থাৎ ২২ জুন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে গ্রুপ ডি-র দ্বিতীয় দল বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে। আর সুপার এইটে ভারতের শেষ ম্যাচ ২৪ জুন অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে। ফলে এবার লড়াই বেশ কঠিন হতে চলেছে তা বলাই যায়।    

দারুণ ছন্দে ভারতীয় দল
ভারতীয় দল এবারের টি২০ বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে। পাকিস্তান এই গ্রুপ থেকেই দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। গ্রুপ এ থেকে সুপার এইটে চলে গিয়েছে ভারত ও আমেরিকা (USA)। অন্যদিকে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড উঠেছে সুপার এইটে। গ্রুপ সি থেকে উঠেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি থেকে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।      

আরও পড়ুন

প্রস্তুতির সময় পাবে ভারত
সুপার এইটের ম্যাচের আগে ভারতীয় দল ৫ দিন সময় পাচ্ছে। ভারতীয় দলের টপ অর্ডার নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। রান পাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকারা। আফগানদের বিরুদ্ধে বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো বটেই এমন সমস্যা চলতে থাকলে সমস্যা হবে বাংলাদেশের বিরুদ্ধেও। তাঁরাও ভাল ছন্দে রয়েছে।   

Advertisement

Advertisement