অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হল ভারতীয় দলকে। টসে জিতে ভারতীয় দলকে ফিল্ডিং করতে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স।
চিপকে ব্যাট করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার কিছুটা চেষ্টা চালালেও তাঁরা আউট হতেই অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররাও আউট হ্যে যেতে থাকেন দ্রুত। ১৯৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে একই সমস্যায় পড়তে হয় টিম ইন্ডিয়াকে। স্লো উইকেটে বড় শট খেলতে গিয়ে কোনও রান না করেই প্যাভেলিয়ানে ফিরে যেতে হয় ৩ টপ অর্ডার ব্যাটারকে। মাত্র ২০০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের টপ অর্ডারের এই ব্যর্থতা চিন্তায় রাখবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।
কীভাবে আউট হলেন ইশান কিশান?
শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় ভারতীয় দলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করার সুযোগ পেয়েছিলেন ইশান কিশান। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। প্রথম ওভারেই প্যাভেলিয়ানে ফিরতে হয় উইকেটকিপার ব্যাটারকে। মিশেল স্টার্কের প্রথম ওভারে অফস্ট্যাম্পের বেশ কিছুটা বাইরের বল দেখে বড় শট খেলতে যান ইশান কিশান। টাইমিং ঠিকমতো হয়নি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে থাকা ক্যামেরন গ্রিনের হাতে। ভারতীয় ফ্যানদের প্রশ্ন, কেন প্রথম বলেই এমন শট খেলার চেষ্টা করতে গেলেন ইশান?
লেগ বিফোর হলেন রোহিত
ইশানের উইকেট পড়ার পরেই আউট হন রোহিত শর্মাও। এবার তিনি লেগ বিফোর হন, ভারতের ক্যাপ্টেন। উইকেট তুলে নেন জস হ্যাজেলউড। আম্পায়ার আউট দিলেও রোহিতের মনে হয়েছিল, তিনি আউট হননি। রিভিউ নিলেও লাভ হয়নি। ০ রানেই আউট হয়ে ফিরতে হয় ভারতের ক্যাপ্টেনকে।
বাজে শট খেলে আউট শ্রেয়াসও
কম রানের টার্গেট থাকলেও, খারাপ শট খেলতে থাকলে উইকেট হারাতেই হয়। আর সেটাই হয়েছে শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও। বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন শ্রেয়াস। তিনিও গুড লেংথ বলে শট মারতে গিয়ে শর্ট কভারে থাকা ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।