scorecardresearch
 

ICC World Cup 2023: বিশ্বকাপ নিয়ে বিতর্ক, টিকিট নিয়ে লেগে গেল CAB-BCCI-এর

ভারতের ম্যাচগুলো তো বটেই, এমনকি বিশ্বকাপের অন্য ম্যাচেও টিকিটের হাহাকার দেখা যাচ্ছে। প্রথমবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2023)। তবে সেখানেই বিতর্কের মুখে সিএবি (CAB)। ক্রিকেট অনুরগীদের সমস্যা বেড়ে গিয়েছে টিকিট কাটতে না পারায়। এর মধ্যেই টিকিট বিক্রি নিয়ে দ্বন্দ শুরু হয়ে গিয়েছে বিসিসিআই ও সিএবি-র মধ্যে।

Advertisement
বিসিসিআই ও সিএবি বিসিসিআই ও সিএবি

ভারতের ম্যাচগুলো তো বটেই, এমনকি বিশ্বকাপের অন্য ম্যাচেও টিকিটের হাহাকার দেখা যাচ্ছে। প্রথমবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2023)। তবে সেখানেই বিতর্কের মুখে সিএবি (CAB)। ক্রিকেট অনুরগীদের সমস্যা বেড়ে গিয়েছে টিকিট কাটতে না পারায়। এর মধ্যেই টিকিট বিক্রি নিয়ে দ্বন্দ শুরু হয়ে গিয়েছে বিসিসিআই ও সিএবি-র মধ্যে।
 

সিএবির সঙ্গে দ্বন্দে বিসিসিআই
বিশ্বকাপে ইডেনের ম্যাচ টিকিট নিয়ে জটিলতা। টিকিট ইস্যুতে বোর্ড-সিএবি দ্বন্দ্ব! অন্য ৯টা ভেনুর টিকিট কাটা গেলেও, ইডেনের ম্যাচে টিকিট কাটা ঘিরেই জটিলতা। যে কোনও ভেনুরই কিছু সংখ্যক টিকিট আগে ভাগে অনলাইনে ছাড়তে বলেছে বোর্ড। সিএবির সঙ্গে এখানেই দ্বন্দ্ব তৈরি হয় বোর্ডের। প্রত্যেক ম্যাচের ৩০% শতাংশ টিকিট অনলাইনে ছাড়তে বলে বোর্ড। অর্থাৎ ৬৫ হাজার গ্যালারির প্রায় ২০ হাজার টিকিট অনলাইনে ছাড়ার কথা জানায়। কিন্তু আপত্তি তোলে সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার কর্তারা চাইছেন কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার পরই বাকি টিকিট অনলাইনে ছাড়তে। কারণ যে কোনও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেই অনুমোদিত সংস্থা এবং সদস্যদের টিকিট বিনিময় করতে হয়।
 

টিকিট কাটতে পারছেন না সাধারণ দর্শকরাই
বেসরকারি সংস্থার দায়িত্বে টিকিট দেওয়া হলেও ফ্যানদের অভিযোগ টিকিট পাওয়া যাচ্ছে না। একই অভিযোগ সামনে এনেছেন প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইট করেছেন তিনি। টিকিট কাটতে গেলেই ফ্যানদের এই সমস্যায় পড়তে হয়েছে ফ্যানদের। অনলাইনে টিকিট কাটতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। তাতেও টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই। বিশ্বকাপে ইডেন ম্যাচগুলির টিকিট নিয়েও জটিলতা। টিকিটের দাম নিয়ে বোর্ডের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। তা অবশ্য মিটে গিয়েছে। তবে টিকিট বিক্রি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সব স্টেডিয়ামের টিকিট কাটতে গিয়েই কিছু না কিছু সমস্যা হচ্ছে। ইডেনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। 

আরও পড়ুন

Advertisement


এক্ষেত্রে আবার বোর্ডের সঙ্গে দন্দে সিএবি। বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা আবার শুক্রবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন নিয়েও বিতর্কের মুখে পড়েছে। বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। তবে বাদ পড়েছেন বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সিএবি-র এই অনুষ্ঠানে একটি ভিডিও চালানো হয়। সেই ভিডিওতে দেখা গেল না মহম্মদ শামিকে (Mohammed Shami)। ভিডিওতে ছিলেন না আরেক তারকা বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। শামির ছবি না দেওয়া নিয়ে ভুল মেনে নিলেও পঙ্কজ রায়ের ক্ষেত্রে যদিও সিএবির যুক্তি  প্রয়াত ব্যক্তিদের ছবি রাখা হয়নি। তবে সে ক্ষেত্রে প্রশ্ন টেনিস তারকা আখতার আলির ছবি কি করে দেখানো হল? কেনই বা বাদ পড়লেন বাংলার হয়ে দারুণ পারফর্ম করা মুকেশ?  

Advertisement