scorecardresearch
 

ICC World Cup 2023 Shubman Gill Update: আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন গিল? বড় আপডেট দিল BCCI

ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবারের ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। তাঁর জায়গায় খেলেছিলেন ইশান কিশান। বুধবার দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। ম্যাচ হবে দিল্লিতে। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে কি খেলতে পারবেন গিল?

Advertisement
শুভমন গিল শুভমন গিল

ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাবে না তারকা ওপেনারকে। সোমবার ট্যুইট করে এ কথাই জানিয়ে দিল বিসিসিআই। 

কেমন আছেন গিল?
ভারতীয় দলের ওপেনিং ব্যাটার বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। শারীরিক পরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর জায়গায় খেলেছিলেন ইশান কিশান। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকেই ওপেন করতে দেখা যাবে। বিসিসিআই-এর পোস্টে বলা হয়েছে, গিল পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে চেন্নাইয়েই থাকতে বলা হয়েছে। তিনি দলের সঙ্গে দিল্লি জাচ্ছেন না। গিলকে পর্যবেক্ষণে রাখবেন মেডিকেল টিমের সদস্যরা। 

প্রথম বলেই আউট ইশান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। ২০০ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়তে হয় ভারতীয় দলকে। লক্ষ্য ছিল মাত্র ২০০ রানের। আর সেই রান তুলতে গিয়েই ০ রানে ড্রেসিংরুমে ফিরে যান ইশান কিশান (০), রোহিত শর্মা (০), শ্রেয়স আইয়ার (০)। জশ হ্যাজলউডের দু'টি ও মিচেল স্টার্কের এক উইকেট।  

সেখান থেকেই ইনিংস গড়ে তোলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। আর রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। রাহুলের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বললেও অত্যুক্তি হবে না। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সেঞ্চুরি পূর্ণ করতে একটি চার ও একটি ছয় মারতে হতো। কিন্তু ছয় মেরে বসেন রাহুল। সেঞ্চুরি অপূর্ণ থেকে যায়। ৪১.২ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন

Advertisement

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর রবিবার মহারণ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে গিলকে পাওয়া যাবে কি'না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।  

  

Advertisement