scorecardresearch
 

Olympic 2024 India Beat Great Britain: চক দে ইন্ডিয়া! গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক হকির সেমিফাইনালে ভারত

Olympic 2024 India Beat Great Britain: এদিন প্রথম কোয়ার্টার থেকেই দুটো দল আক্রমণ করতে থাকেন ক্রমেই। গ্রেট ব্রিটেন প্রথম ২-৩ মিনিট একটু বেশিই আক্রমণ করছিল বারবার। ১১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় গ্রেট ব্রিটেন। কিন্তু দুরন্ত সেভ করেন শ্রীজেশ।

Advertisement
চক দে ইন্ডিয়া! গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক হকির সেমিফাইনালে ভারত চক দে ইন্ডিয়া! গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক হকির সেমিফাইনালে ভারত

Olympic 2024 India Beat Great Britain: গ্রেট ব্রিটেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারত। গতবার ব্রোঞ্জ জয় করেছিল ভারত। এবার লক্ষ্য ফাইনালে পৌঁছে যাওয়া। তবে ব্রিটেনের বিরুদ্ধে ভাল খেললেও আধিপত্য টানা ধরে রাখতে পারেনি ভারতীয় দল। যার সুযোগে ভারতের বিরুদ্ধে কামব্যাক করে ব্রিটিশরা। শেষমেষ খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ ব্রিটেনের ৩ টি শট আটকে দিয়ে ম্যাচের হিরো।

টোকিও অলিম্পিকেও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছিল ভারতীয় হকি দল। এবারও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গ্রেট ব্রিটেনই সামনে ছিল। সেবার সেমিতে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন হরমনপ্রীতরা। এবারও যেন প্রায় সেভাবেই ঘটনার পুনরাবৃত্তি হল। সবটা যেন সাজানো চিত্রনাট্য।

এদিন প্রথম কোয়ার্টার থেকেই দুটো দল আক্রমণ করতে থাকেন ক্রমেই। গ্রেট ব্রিটেন প্রথম ২-৩ মিনিট একটু বেশিই আক্রমণ করছিল বারবার। ১১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় গ্রেট ব্রিটেন। কিন্তু দুরন্ত সেভ করেন শ্রীজেশ। ১৩ মিনিটের মাথায় ভারত পেনাল্টি কর্নার পায়। কিন্তু হরমনপ্রীত সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয় কােয়ার্টারে ১৭ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় ভারতীয় শিবির। লাল কার্ড দেখেন অমিত রুহিদাস। বল ক্লিয়ার করতে গিয়ে হকির স্টিক দিয়ে প্রতিপক্ষ দলের প্লেয়ারের মুখে আঘাত করে বসেন। যদিও একেবারেই অনিচ্ছাকৃত ছিল। কারণ গ্রেট ব্রিটেনের প্লেয়ার অমিতের পেছনে ছিলেন। তবুও দুর্ভাগ্যবশত লাল কার্ড দেখে বসেন অমিত। খেলার ২২ মিনিটের মাথায় যদিও প্রথম গোলটি পায় ভারতই। পেনাল্টি কর্নার থেকে গোল দুরন্ত শটে গোল করেন হরমনপ্রীত সিংহ। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। ২৭ মিনিটের মাথায় গ্রেট ব্রিটেনের লি মর্টিন গোল করে এগিয়ে দেন দলকে। নির্ধারিত সময়ে আর গোল হয়নি। পরে পেনাল্টি শ্যুটআউটে খেলার ফল নির্ধারিত হয়।

Advertisement

 

Advertisement