scorecardresearch
 

India vs South Africa: ধোনির মাঠে নতুন তারকা, দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। প্রথম একদিনের ম্যাচে হারের পর রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। ২৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৯ রান তুলে নিল ভারত।  

Advertisement
শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান
হাইলাইটস
  • দারুণ জয় ভারতের
  • ১০০ শ্রেয়াসের

দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। প্রথম একদিনের ম্যাচে হারের পর রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। ২৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৯ রান তুলে নিল ভারত। দারুণ শতরান করলেন শ্রেয়াস আইয়ার। তবে অল্পের জন্য ১০০ মিস করলেন ইশান কিশান। দুই জনের জুটিতেই জয়ের মঞ্চ তৈরি হয়ে যায়।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা (South Africa)। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে দক্ষিণ আফ্রিকা। একটা সময় মনে করা হচ্ছিল সহজেই ৩০০ পেরিয়ে যাবে প্রোটিয়ারা। তবে তা হতে দেননি ভারতীয় বোলাররা। শেষ ১০-১২ ওভারে রাঁচির মাঠে রাজ করে গেলেন ভারতের (Team India) বোলাররা।

আরও পড়ুন: ক্যাচ ধরতে গেলেন বোলার, গুঁতো মারলেন ওয়েড, তার পর...

দারুণ ডেথ বোলিং ভারতের
ডেথ বোলিং চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। তবে এদিন রাঁচিতে ডেথ ওভারে নিয়মিত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দারুণ বোলিং করলেন ভারতের বোলাররা। মহম্মদ সিরাজরা শেষ পাঁচ ওভারে দিলেন ৩৩ রান। নিলেন দুই উইকেট।

আরও পড়ুন: চানা মশলা-সিঙ্গারায় ভারতীয় দর্শকদের আমন্ত্রণ পার্থে, মেনুতে আর কী কী ?

দারুণ শতরান শ্রেয়াসের

১১১ বলে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। তাঁর ইনিংসে ছিল ১৫টা চার। সাত রানের জন্য শতরান মাঠেই ফেললেন রাঁচির ঘরের ছেলে ইশান কিশান। ৮৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। চারটে চার আর সাতটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় সমস্যায় পড়ে যায় ভারতীয় দল। কিন্তু সামলে নেন এই দুই ব্যাটার। ১৫৫ বলে ১৬১ রান যোগ করেন েই জুটি। শেষে সহজেই বাকি কাজ সেরে ফেলেন স্যামসন ও আইয়ার। ৬৯ বলে ৭৩ রানের জুটি গড়েন তাঁরা।

Advertisement

যদিও ব্যর্থ হন অধিনায়ক শিখর ধাওয়ান। ২০ বলে ১৩ রান করে আউট হন তিনি। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলে আউট হন আরেক ওপেনার শুভমন গিল। শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে ৯৩ রান করে আউট হন ইশান। ৩৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। মঙ্গলবার দিল্লিতে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।  

    

Advertisement