scorecardresearch
 

'আমি পঞ্জাবের প্রাক্তন CM নই,' নাম বিভ্রাটে ট্যুইটারে অতিষ্ঠ ফুটবলার অমরিন্দর

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ইতিধম্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মিম। আর সেখানেই ঘটেছে আরও এক মজার ঘটনা। অমরিন্দর সিং নামে রয়েছেন একজন ফুটবলার।

Advertisement
ফুটবলার অমরিন্দর সিং ও প্রাক্তন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ফুটবলার অমরিন্দর সিং ও প্রাক্তন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
হাইলাইটস
  • ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিং
  • এটিকে-মোহনবাগানে খেলেন অমরিন্দর
  • পঞ্জাব মুখ্যমন্ত্রীর সঙ্গে গুলিয়ে ফেললেন মানুষ

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ইতিধম্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মিম। আর সেখানেই ঘটেছে আরও এক মজার ঘটনা। অমরিন্দর সিং নামে রয়েছেন একজন ফুটবলার। এই গোলরক্ষক ইতিমধ্যেই এটিকে মোহনবাগান ও ভারতীয় দলে খেলেছেন। সেই ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক অমরিন্দর সিংকে ভুল করে টুইটারে ক্যাপ্টেন অমরিন্দর সিং হিসাবে ট্রোল করতে শুরু করেছে।

টুইটারে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পরিবর্তে তাকে ট্যাগ করা বন্ধ করার জন্য গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন, "প্রিয় সংবাদ মাধ্যম, সাংবাদিক, আমি অমরিন্দর সিং, ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি নই। দয়া করে আমাকে ট্যাগ করা বন্ধ করুন ট্রোল গুলির থেকে" ভারতের গোলরক্ষক তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন।

প্রাক্তন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভারতের গোলরক্ষকের অনুরোধের কথা খেয়াল করেন এবং তার টুইটটি রিটুইট করেন এবং তার খেলার জন্য শুভকামনা জানান। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করেছেন, "আমার তরুণ বন্ধু, আমি তোমার প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তোমার খেলাগুলোর জন্য শুভকামনা।"

 

 

উল্লেখ্য, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাবের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং তাঁর পদত্যাগ সংবাদ চেনাশোনা এবং সোশ্যাল মিডিয়ায় শিরোনাম করেছে। এই মুহূর্তে পঞ্জাবের বর্তমান রাজনৈতিক নাটক তুঙ্গে রয়েছে।

গোলরক্ষক অমরিন্দর উল্লেখ করেছেন যে টুইটারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং পঞ্জাব সংকটের মধ্যে প্রাক্তন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরিবর্তে লোকেরা তাকে রাজনৈতিক পোস্টে ট্যাগ করছে। নামের বানান একই থাকায় বেশ কিছুজন তাঁকে ট্যাগ করেছেন। আর সেটাই মূল কারণ হিসাবে ধরা হচ্ছে।

Advertisement


অমরিন্দর সিং ভারত এবং এটিকে-মোহনবাগানের হয়ে খেলেন

এটিকে-মোহনবাগানের গোলরক্ষক হিসেবে খেলা অমরিন্দর সিং বুধবার কোভিড-১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষিত হয়েছেন এবং ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের দল থেকে বাদ পড়েছেন, যা ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ইভেন্টের জন্য ২-সদস্যের স্কোয়াডে ধীরজ সিং মইরাংথেমের স্থলাভিষিক্ত হয়েছেন।

Advertisement