ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়া এখনই সম্ভব নয়। জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজা। তিনি আরও জানান, এই নিয়ে এখনই তাড়াহুড়ো করতে তিনি রাজি নন। তাঁর লক্ষ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেওয়া।
আরও পড়ুন : ইন্ডিয়া ইংল্যান্ডের শেষ টেস্ট নিয়ে বিভ্রান্তিকর দাবি সোশ্যাল মিডিয়াতে
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা সোমবারই আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। এই দায়িত্ব সামলানো যে সহজ কাজ নয়, তা স্বীকার করে নিয়েই রামিজ বলেন, 'PCB-র দায়িত্ব সামলানো বড় কাজ। প্রধানমন্ত্রী ইমরান খান নিজে এই দায়িত্ব আমাকে দিয়েছেন। ফলে চাপ আরও বেশি। আর তিনি পাকিস্তান ক্রিকেটের অবস্থা দেখেই আমার প্রতি আস্থা দেখিয়েছেন।'
ভারত ও পাকিস্তানের মধ্যে কি এখন ক্রিকেট সিরিজ হওয়া সম্ভব? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রামিজ বলেন, 'এখনই সম্ভব নয়। কারণ, রাজনৈতিক প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটে। আর তাছাড়া আমি এখনই ওই সব নিয়ে ভাবছি না। বরং পাকিস্তানের ক্রিকেটকে কীভাবে আরও উন্নত করা যায়, সেদিকে নজর দেব।'
আরও পড়ুন : সচিনের নীতিতেই পদক জয়', রহস্য ফাঁস করলেন প্যারালিম্পিয়ান প্রমোদ
২০০৮ সালে মুম্বই হামলার পর থেকে ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজও হয়নি। আবার ২০০৭-০৮ সালের পর থেকে এই ২ দেশ কোনও টেস্ট সিরিজ খেলেনি। যদিও ICC-র টুর্নামেন্টে দুই দেশ একাধিকবার মুখোমুখি হয়েছে।